এখন পড়ছেন
হোম > জাতীয় > সরকার ফেলার দিকে আরও একধাপ এগিয়ে গেল একদা শাসকদলের সেকেন্ড ইন কম্যান্ড? বাড়ছে জল্পনা

সরকার ফেলার দিকে আরও একধাপ এগিয়ে গেল একদা শাসকদলের সেকেন্ড ইন কম্যান্ড? বাড়ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজস্থানে মসনদে ক্ষমতা দখল করাকে কেন্দ্র করে কংগ্রেসের দুই শিবিরে ভাগ হয়ে গেছে। যথা একদিকে মুখ্যমন্ত্রী অশোক গেহলত শিবির এবং অপরদিকে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শচীন পাইলট শিবির।যার আঁচ রাজস্থান হাইকোর্ট এবং ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। সূত্রের খবর আজ রাজস্থানে হাইকোর্ট জানিয়ে দেন যে আপাতত শচীন সহ ১৮ জন বিধায়কদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া যাবে না। রাজস্থান হাইকোর্টের রায় আপতত শচিন শিবিরকে অনেকটার স্বস্তি দিয়েছে বলে রাজনৈতিক মহল মনে করে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আগে কংগ্রেসের নেতৃত্ব রাজস্থানের উপমুখ্যমন্ত্রী পদ থেকে শচীন পাইলটকে সরিয়ে দেয়। তারপর এর জল গড়ায় রাজস্থান হাইকোর্ট এবং সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট পর্যন্ত। আজ রাজস্থান হাইকোর্ট জানিয়ে দেয় যে, বিদ্রোহী বিধায়কদের বিরুদ্ধে এখনই পদক্ষেপ করতে পারবেন না স্পিকার। বজায় থাকবে স্থিতাবস্থা। যা শচীন শিবিরের কাছে বেশ স্বস্তিদায়ক। কেননা মুখ্যমন্ত্রী অশোক গেহলত শিবির মনে করছিল, দলের ‘প্রাক্তন’ সেকেন্ড ইন কম্যান্ড ও তাঁর অনুগামীদের বিধায়ক পদ খারিজ হয়ে যাবে।

আর সেক্ষেত্রে, অশোক গেহলত নিজের সরকারের সংখ্যাগরিষ্ঠতা খুব সহজেই প্রমান করে দিতে পারবে। আর তার পরিপ্রেক্ষিতেই, শচীন পাইলটের বিরুদ্ধে একের পর এক কঠিন পদক্ষেপ নিতে থাকে তারা। কিন্তু, এবার হাইকোর্টের রায়ে কার্যত রক্ষাকবচ পেয়ে যাওয়ায়, শচীন পাইলট শিবির যে সরকার ফেলার জন্য অল আউট যাবে সেই ব্যাপারে কার্যত নিশ্চিত রাজনৈতিক মহল। ফলে বলাই যায়, একদা রাজস্থানের শাসকদলের সেকেণ্ড ইন কম্যান্ডই এবার সরকার ফেলতে বদ্ধপরিকর হয়ে উঠতে চলেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অপরদিকে রাজস্থান হাইকোর্টের নির্দেশের পর অশোক গেহলট রাজস্থানের রাজ্যপালের সাথে দেখা করেন। অশোক গেহলট রাজ্যপালের সাথে কথা বলে বেরিয়ে এসে রাজ্যপালের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি দাবি করেন, কেন বিধানসভার অধিবেশন ডাকা হচ্ছে না। এর পিছনে তিনি বিজেপির চক্রান্ত রয়েছে বলে তিনি মনে করেন। এদিনের হাইকোর্টের রায় অশোক শিবিরকে চাপে ফেলেছে বলে রাজনৈতিক মহল মনে করছে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, বিজেপির রাজস্থানের সভাপতি সতীশ পুনিয়ার দাবি করেন, অশোক শিবির জোর করে কংগ্রেসের বিধায়কদের আটক করে রাখলেও তিনি মনে করেন আস্থা ভোটে হলে শচীন শিবিরই শেষপর্যন্ত জয়লাভ করবেন এবং পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন শচীন পাইলট। ফলে মারু রাজ্যে নতুন রাজনৈতিক সমীকরণে ভর করে কার্যত ঝড় উঠে গেছে। এখন দেখার শেষ পর্যন্ত অশোক গেহলত শিবিরকে কুপোকাত করতে পারেন শচীন পাইলট। নাকি, মরুঝড় রুখে দিয়ে শেষ হাসি হাসেন মুখ্যমন্ত্রী অশোক গেহলতই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!