এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > মমতার গ্রীন সিগন্যাল পেলেই বিজেপি ছেড়ে দলে ফিরছেন তাঁর পুরোনো সঙ্গী! জোর জল্পনা রাজ্যে

মমতার গ্রীন সিগন্যাল পেলেই বিজেপি ছেড়ে দলে ফিরছেন তাঁর পুরোনো সঙ্গী! জোর জল্পনা রাজ্যে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –অর্পিতা ঘোষ দক্ষিণ দিনাজপুর জেলা সভানেত্রী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপে ফেলে দক্ষিণ দিনাজপুর জেলায় শেষ কথা বলা বিপ্লব মিত্র সদলবলে যোগ দেন ভারতীয় জনতা পার্টিতে। অনেকেই ভেবেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু বিপ্লব মিত্রের চোখ দিয়ে গোটা দক্ষিণ দিনাজপুর জেলা দেখতেন, সেহেতু তিলেতিলে সংগঠন গড়ে তোলা বিপ্লব মিত্র এবার বিজেপিতে গিয়ে তৃণমূলকে তছনছ করে দেবেন।

কিন্তু বিজেপিতে বিপ্লব মিত্র যোগদানের পর তাকে বিজেপি তৃণমূল ভাঙ্গানোর কাজে লাগাবে বলে একাংশ মনে করলেও, গঙ্গারামপুরের বাড়িতেই কার্যত এক ঘরে হয়ে রয়েছেন এককালের হেভিওয়েট তৃণমূল নেতা। না ডাক পাচ্ছেন কোনো সভা-সমিতিতে, না উপস্থিত থাকছেন বিজেপির কোনো মিটিংয়ে। তবে বিপ্লব মিত্র বিজেপিতে গেলে তৃণমূল ভেঙে যাবে বলে যারা দাবি করেছিলেন, তারাও এখন কিছুটা ব্যাকফুটে।

কেননা বিজেপিতে যোগদানের পর বিপ্লব মিত্র যত দিন যাচ্ছে, তত অপ্রাসঙ্গিক হয়ে পড়ছেন। তবে সম্প্রতি দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে জল্পনা তৈরি হতে শুরু করে, বিজেপিতে গুরুত্ব না পেয়ে এবার তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারেন এককালে তৃণমূলের দক্ষিণ দিনাজপুর জেলায় শেষ কথা বলা বিপ্লব মিত্র। তবে রাজনীতিতে তার ঘোর বিরোধী দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের সভানেত্রী অর্পিতা ঘোষ এবং তার অনুগামীরা কোনোমতেই চাইছেন না, যাতে বিপ্লববাবু তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। কিন্তু এবার কি সত্যি সত্যি তৃণমূলে যোগ দিতে চলেছেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি?

সূত্রের খবর, রাজ্যের এক হেভিওয়েট মন্ত্রী তথা তৃণমূলের প্রথম সারির নেতার সঙ্গে প্রায়শই কথা হয় বিপ্লববাবুর। তিনিও চাইছেন, প্রাক্তন দল তৃণমূল কংগ্রেসে ফিরে যেতে। আর তাই কি এবার দলের হেভিওয়েট মন্ত্রী তথা শীর্ষ নেতার সঙ্গে আলোচনা করতে শুরু করেছেন বিপ্লববাবু? বিশেষ সূত্র মারফত খবর, তৃণমূলের তরফে এখনও তার যোগদানের ব্যাপারে কোনো সবুজ সঙ্কেত দেওয়া হয়নি। যার ফলে কিছুটা চাপে রয়েছেন তিনি। কিন্তু প্রাক্তন দল তৃণমূল কংগ্রেস চাইলে যে তিনি সেই দলে ফিরবেন, তা বিপ্লব মিত্রের কথাতেই স্পষ্ট।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে বিজেপি নেতা বিপ্লব মিত্র বলেন, “দল পরিবর্তন নিয়ে এখনও আমি কোনো চিন্তা-ভাবনা করিনি। দেশে ভয়ানক পরিস্থিতি চলছে। এখন রাজনীতি করার সময় নয়। বিজেপিতে যোগদানের পর এক বছরে কয়েকটি কর্মসূচিতে ডাক পেয়েছে। এখন আর ডাকে না বললেই চলে। জেলায় তৃণমূল নিজের হাতে তৈরি করেছি। দল যা ভালো মনে করেছিল, তাই করেছে। তাদের মনে হয়নি আমি যোগ্য, তাই আমাকে প্রার্থী করেনি। এখনও আমি দলকে মন থেকে ভালবাসি। যদি রাজ্য নেতৃত্ব মনে করে, আমাকে তাদের প্রয়োজন, তাহলে আমি অবশ্যই দলে ফিরব।”

 

অর্থাৎ বিপ্লববাবুর এই কথাতেই স্পষ্ট যে, তিনি এখন মনেপ্রাণে তার প্রাক্তন দল তৃণমূল কংগ্রেস ফিরে যেতে চাইছেন। তবে দলের শীর্ষ নেতৃত্বের সবুজসংকেত না পাওয়ায় তিনি কার্যত না ঘরকা না ঘাটকা মনোভাবে রয়েছেন। কিন্তু বিপ্লব মিত্র যদি তৃণমূল কংগ্রেসে ফেরেন, তাহলে কি তার সায় রয়েছে? যার বিরুদ্ধে এত প্রতিবাদ করলেন তিনি, সেই বিপ্লব মিত্র আবার দলে ফিরে তিনি কি তা মেনে নেবেন?

এদিন এই প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের সভানেত্রী অর্পিতা ঘোষ বলেন, “বিপ্লব মিত্রকে নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।” কিন্তু বিপ্লব মিত্র দক্ষিণ দিনাজপুর জেলায় সাংগঠনিক ভিত্তিকে বিজেপি কেন কাজে লাগাতে পারল না? এদিন এই প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি বিনয় বর্মন বলেন, “বিপ্লব মিত্রকে কর্মসূচিতে ডাকা হয়। আমাদের কিছু নিয়ম রয়েছে। সেই নিয়ম মত সকলে ডাক পান।

বিপ্লব মিত্রের যদি ইচ্ছে হয় দল ত্যাগ করার, তবে তিনি তা করবেন। আমাদের কাউকে ধরে রাখার ক্ষমতা তো নেই।” আর এখানেই জল্পনা তৈরি হয়েছে, তাহলে এবার হয়ত বিজেপির হেভিওয়েট নেতা বিপ্লব মিত্র আবার ফিরতে চলেছেন তাঁর প্রাক্তন দল তৃণমূল কংগ্রেসে। শুধু শীর্ষ নেতৃত্বের সবুজসংকেত পাওয়াই এখন সময়ের অপেক্ষা। ফলে সেই সবুজ সংকেত পেলেই যে বিপ্লব মিত্র তৃণমূল ভবন থেকে হাতে জোড়া ফুল নিয়ে আবার দক্ষিণ দিনাজপুর জেলায় ময়দানে নেমে পড়বেন, তা বলার অপেক্ষা রাখে না। তবে রাজনীতিতে সবকিছু প্রতিমুহূর্তে পরিবর্তন হয়। তাই শেষ পর্যন্ত গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, বিপ্লব মিত্রের রাজনৈতিক অবস্থান কি হয়, তার দিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!