এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > প্ল্যাটফর্মের উপরেই টিন ও রেলিং দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে স্টেশন, বাড়ছে জল্পনা!

প্ল্যাটফর্মের উপরেই টিন ও রেলিং দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে স্টেশন, বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  এবার রেল নিয়ে এক বড় প্রশ্ন তৈরি হয়েছে জনমানসে। যেখানে লোকাল ট্রেন চললেও সেখানে কি সকলে চড়ার সুযোগ পাবেন! সেটাই অনেকের কাছেই জিঞ্জাসার বিষয় হয়ে দাঁড়িয়েছে। জানা গেছে, শহরতলির স্টেশনের প্রবেশ এবং বাহিরের পথ রেলের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। যেখানে প্ল্যাটফর্মের ওপরেই টিন এবং রেলিং দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে। মূলত সকলের প্রবেশাধিকার আটকাতেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বস্তুত, রাজ্যের সঙ্গে রেল চালানোর জন্য বিষয়টি নিয়ে কেন্দ্রের পক্ষ থেকে চিঠি দেওয়া হলেও রাজ্য কোনো উত্তর দেয়নি। যার ফলে আশা করা হচ্ছে, পুজোর পরে এই বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এদিন এই প্রসঙ্গে শিয়ালদহ ডিআরএম এসপি সিং বলেন, “রাজ্য আলোচনার পর বিধিনিষেধ জারি করলে প্রস্তুতি নিতে সময় লাগবে। তাই আগেই রেল প্রস্তুতি নিয়ে রাখছে। স্টেশনের বিভিন্ন পথ বন্ধ করা হচ্ছে।”

বলা বাহুল্য, পুজোর সময় শহরে প্রচুর মানুষের যাতায়াত হয়। ইতিমধ্যেই রেলকর্মীদের জন্য ব্যাবস্থা করা ট্রেনগুলোতে যাতে অন্য কেউ না উঠতে পারে, তার জন্য পুজোর আগেই স্টেশন ঘিরে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত কত সংখ্যক যাত্রী বের হবে এবং ঢুকবে, তা খতিয়ে দেখার প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়াও সামাজিক দূরত্ব পালন এবং স্বাস্থ্যবিধি যাতে সকলে মেনে চলেন, তার জন্য বাড়তি পদক্ষেপ গ্রহণ করেছে আরপিএফ। কিন্তু শহরতলীর স্টেশনে প্ল্যাটফর্মের ওপরে যেভাবে টিন দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে, তা এককথায় অভিনব বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু কেন এই উদ্যোগ গ্রহণ করা হল? এদিন এই প্রসঙ্গে হাওড়ার ডিআরএম ইশাক খান বলেন, “নূন্যতম সংখ্যায় যাত্রী যাতে স্টেশনে ঢুকতে পারে, তার জন্য প্ল্যাটফর্ম ঘেরা হচ্ছে। ট্রেন চলাচল শুরু হলে যাতে যাত্রীদের ভিড় আছড়ে না পড়ে, তার জন্য স্টেশনে একটি প্রবেশ পথ এবং একটি নির্গমন পথ রাখা হচ্ছে।” তিনি আরও জানিয়েছেন, রাজ্য প্রথমে জানিয়ে দেবে যে কোন শ্রেনীর যাত্রীরা যাতায়াত শুরু করবে। রাজ্য কম সংখ্যক যাত্রী তোলার নির্দেশ দিলে তা পালন করা হবে। সব মিলিয়ে এবার প্ল্যাটফর্মে টিন এবং রেলিং দিয়ে ঘেরার উদ্যোগ নানা গুঞ্জন সৃষ্টি করেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!