এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > তৃণমূলের নীচুতলার রাশ কি ক্রমশ আলগা হচ্ছে অভিষেক-পিকের? ‘বিদ্রোহের’ আবহে নতুন জল্পনা

তৃণমূলের নীচুতলার রাশ কি ক্রমশ আলগা হচ্ছে অভিষেক-পিকের? ‘বিদ্রোহের’ আবহে নতুন জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের লক্ষ্যে দলীয় সংগঠনকে ঢেলে সাজাতে ও দলের স্বচ্ছ মুখগুলিকে সামনে আনতে তৃনমূল দলে বেশকিছু গুরুত্বপূর্ণ রদবদল ঘটতে চলেছে। প্রসঙ্গত, গত ২৩ সে জুলাই থেকে তৃনমুলের রাজ্য ও জেলাস্তরের মধ্যে শুরু হয়েছে প্রয়োজনীয় রদবদল। মুখ্যমন্ত্রীর নির্দেশেই চলছে এই রদবদল। কারণ, মুখ্যমন্ত্রী আগামী ১০ ই আগস্টের মধ্যে তৃণমূলের জেলাস্তরের রদবদল সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছিলেন।

সংবাদসূত্রে জানা গেছে, জেলাস্তরের রদবদলের কাজ সম্পূর্ণ হলেই শুরু হবে ব্লক স্তরে রদবদলের কাজ। ভোট কুশলী পিকে ও যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যুথবদ্ধ ভাবে এই রদবদল প্রক্রিয়ায় নেতৃত্ব ও নির্দেশ দিয়েছেন। তারা আপাতত রাজ্যজুড়ে তৃণমূলের ৩৪১ টি ব্লকের সভাপতি বদলের সিদ্ধান্ত নিয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পুরোনো সভাপতি বদল করে সে স্থলে নতুন সভাপতি আনয়নের কাজটিও কিন্তু সরল নয়।কারণ, প্রথমেই দুর্নীতি ও স্বজনপোষণের কালিমালিপ্ত সভাপতিদের পত্রপাঠ বিদায় করে দেওয়া হবে। দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ও অপসারিত এই সভাপতিরা কোনভাবেই নিজেদের কোন অনুগামীকে সভাপতি পদে বসিয়ে বকলমে ছড়ি ঘোরাতে পারবেন না। দলে স্বচ্ছ ভাবমূর্তির অধিকারীদেরই সভাপতি পদের জন্য বাছাই করা যাবে। তবে, তা করতে হবে দুটি ধাপে।

প্রথমে ব্লকের সভাপতি, কোঅর্ডিনেটর, চেয়ারম্যান একসঙ্গে বসে তাদের ব্লকসভাপতির নাম স্থির করবেন। দ্বিতীয় ধাপে সেই নাম পাঠাতে হবে তৃণমূল দলের ২১ জন সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটির কাছে। এই কমিটি অনুমোদন দিলেই চূড়ান্ত করা যাবে সভাপতির নাম।আর এখানেই বেঁধেছে গোল নিম্নস্তরীয় নেতাদের মধ্যে । তৃণমূল দলের নিম্নস্তরীয়রা এরমধ্যেই বলতে শুরু করে দিয়েছেন যে, অস্বচ্ছতার কালি কি কেবল তাদেরই গায়ে, উচ্চস্তরীয়রা কি সকলেই কলঙ্কমুক্ত?

সংবাদসূত্রে জানা গেছে, সম্পত্তি উত্তর চব্বিশ পরগনা জেলার তৃণমূল জেলা সভাপতি ও রাজ্য সরকারের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তাঁর ব্লকের তৃণমূল নেতা-কর্মীদের একটি মিটিং ডেকেছিলেন। যেখানে তিনি জানিয়েছিলেন ব্লকস্তরের এই রদবদলের নির্দেশের ব্যাপারে। এখানেই মতান্তর দেখা যাচ্ছে বিধায়কদের মধ্যে ও নিচুতলার কর্মীদের মধ্যে। তাঁরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন এখনই ব্লকের সভাপতি বদল করা হলে দলের সংগঠন ব্যবস্থাই সম্পূর্ণভাবে বিঘ্নিত হবে, স্থানে স্থানে দেখা দেবে গোষ্ঠীদ্বন্দ্ব। আর বলপূর্বক রদবদল করা হলে আগামী নির্বাচনে তার খারাপ প্রভাব পড়বার সম্ভাবনা আছে বলে সতর্ক করে দিয়েছেন তাঁরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!