এখন পড়ছেন
হোম > অন্যান্য > কেন্দ্রীয় সংস্থার পেঁয়াজ পৌঁছাচ্ছে না বাংলায়! নাকের জলে-চোখের জলে হতে হবে আম-বাঙালিকে?

কেন্দ্রীয় সংস্থার পেঁয়াজ পৌঁছাচ্ছে না বাংলায়! নাকের জলে-চোখের জলে হতে হবে আম-বাঙালিকে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- করোনা পরিস্থিতিতে যেখানে মানুষের প্রতিদিনের অন্ন সংস্থান করতে হাড় হিম হয়ে যাচ্ছে, সেখানে বর্তমান বাজার দর দিনদিন আকাশ ছুঁয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। কিছুদিন আগে বাংলাদেশের পিয়াজের রপ্তানি নিয়ে দেখা গিয়েছিল প্রশ্ন। এবার সেই আঁচ এসে পড়েছে বাংলায়। ফলে বাজারে পেয়াজে হাত দিলে রান্না ছাড়াই ছেঁকা লেগে যাচ্ছে মধ্যবিত্তের হাতে।

জানা গেছে, ভিন রাজ্য থেকে আসা পেঁয়াজের দাম বেড়েই চলেছে দিন দিন। রবিবার পাইকারি বাজারেই পিয়াজের দাম ৪০ টাকা ছুঁয়েছে। কয়েকদিন আগে যে দাম ছিল ২৭-২৮ টাকা, তার এহেন বৃদ্ধিতে মাথায় হাত সাধারণের। ফলে খুচরো বাজারে দাম ৫০ টাকা অতিক্রম করার সম্ভাবনা আছে বলেই মনে করা হচ্ছে। তবে এর কারণ স্বরূপ প্রবল বৃষ্টিকেই দায়ী করেছে। বলা হয়েছে, বৃষ্টির জন্য দক্ষিণ ভারতের কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশে নতুন ওঠা পেঁয়াজের ব্যাপক ক্ষতি হয়েছে। সেই সঙ্গে প্রবল বৃষ্টিতে মহারাষ্ট্রের পেঁয়াজেরও ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে নাসিকের পাইকারি বাজারে পেয়াজের দাম কেজিতে ৩০ টাকা ছুঁয়েছে বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজ্য সরকারের কৃষি বিপণন দপ্তর গতবারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির সময় নাফেডের মাধ্যমেই ন্যায্য মূল্যে কিছু পরিমাণ পেঁয়াজ পেয়েছিল বলে জানা যায়। তা ‘সুফল বাংলা’র স্টলের মাধ্যমে বিক্রি করা হয়। রবিবার সুফল বাংলার স্টল থেকে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে পাইকারি খোলা বাজার থেকে পেঁয়াজ কিনে তা সুফল বাংলায় বিক্রি করা হচ্ছে বলেও জানা যায়। ফলে পাইকারি বাজারে দাম বৃদ্ধির ফলে দাম গত কয়েকদিনে অনেকটাই বেড়েছে। অন্যদিকে, এরাজ্যের দায়িত্বপ্রাপ্ত নাফেড আধিকারিকের কাছ থেকে জানা গেছে, রাজ্য সরকারের পক্ষ থেকে পেঁয়াজ কেনার কোনও প্রস্তাব রাজ্য সরকারের কাছে আসেনি। ফলে কলকাতা ও সংলগ্ন এলাকার অধিকাংশ খুচরো বাজারেই পিয়াঁজের দাম ইতিমধ্যে ৫০ টাকা ছুঁয়েছে।

অন্যদিকে খবর পাওয়া গেছে, কেন্দ্রীয় সরকারি সংস্থা ‘নাফেড’-এর সংগ্রহ করা পেঁয়াজ ন্যায্য মূল্যে এখনও পশ্চিমবঙ্গের বাজারে পৌঁছয়নি। গতবারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নাফেডকে বেশি পরিমাণ পেঁয়াজ সংগ্রহ করার নির্দেশ দিয়েছিল। তাই সংস্থাটি নাকি এবার প্রায় এক লক্ষ টন পেঁয়াজ সংগ্রহ করেছে, যা গতবারের থেকে অনেকটাই বেশি।তাহলে এরকম অবস্থা কেন? সেই প্রশ্নে জানা গেছে, ওই সংস্থার কাছ থেকে রাজ্যে পেঁয়াজ চেয়েও বিশেষ একটা পাওয়া যাচ্ছে না। অনুমান করা হচ্ছে ভোটমুখী বিহারে প্রচুর নাফেডের পেঁয়াজ যাচ্ছে। বিধানসভা ভোটের আগে বিহারে পেঁয়াজের দর কিছুটা স্বাভাবিক রাখতেই নাকি বেশি পরিমাণে পেঁয়াজ পাঠানো হচ্ছে। অন্যদিকে ব্যবসায়ী মহলের সূত্রেও এমন খবর এসেছে বলে জানা গেছে। নাফেডের পেঁয়াজ বেশি পরিমাণে বিহারে পাঠানো শুরু হয়েছে। তাদের দাবি নাফেডে নথিভুক্ত ব্যবসায়ীরা চেয়েও নাকি সংস্থার কাছ থেকে খুব কম পরিমাণে পেঁয়াজ পাচ্ছেন। তাই পুজোর আগে বাংলাতেও যে পিয়াজের ঝাঁজ লাগবে, সে কথা বলাই বাহুল্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!