এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আমফান ক্ষতিগ্রস্তরা টাকা পাচ্ছেন না, ফের বড়সড় অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

আমফান ক্ষতিগ্রস্তরা টাকা পাচ্ছেন না, ফের বড়সড় অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে


করোনার পাশাপাশি সম্প্রতি রাজ্যে হয়ে যাওয়া ঘূর্ণিঝড় আমফান রাজ্যবাসীকে চরম দুর্দশার মুখে ফেলেছে বলে মত বিশেষজ্ঞদের। এই পরিস্থিতিতে রাজ্যে ঘূর্ণিঝড় হয়ে যাওয়ার পরে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং পশ্চিমবঙ্গে এসে সরেজমিনে এই পরিস্থিতি দেখে রাজ্যের কল্যাণে হাজার কোটি টাকা অনুদান দেন বলে জানা গেছে। কিন্তু রাজ্যের বিজেপি দলের অভিযোগ, প্রধানমন্ত্রী যে টাকা দিয়ে গেলেন, সেই টাকার কিন্তু সদ্ব্যবহার হচ্ছে না। অর্থাৎ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের কাছে টাকা পৌঁছাচ্ছে না।

দীর্ঘদিন ধরেই রাজ্য বিজেপির সঙ্গে রাজ্য সরকার তথা শাসক দল তৃণমূলের বাকবিতণ্ডা চলছে। করোনা আবহে এদিন আবার রাজ্য সরকারের দিকে অভিযোগের আঙুল তুলে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ পরিষ্কার জানালেন, কেন্দ্র টাকা বরাদ্দ করলেও আমফানে ক্ষতিগ্রস্থরা তা পাচ্ছেন না। অন্যদিকে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ লকডাউনে মানুষের কাছে পৌঁছানোর জন্য এবার ভার্চুয়াল মিটিংয়ের ঘোষণা করলেন সোমবার।

আমফানের ক্ষতিপূরণ থেকে শুরু করে রেশন দুর্নীতি নিয়ে শাসক দলকে রীতিমত তুলোধোনা করেন এদিন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এদিন বিজেপি সাংসদ জানিয়েছেন, ‘কেন্দ্রের তরফে আমফানে ক্ষতিগ্রস্তদের জন্য একাধিক ব্যবস্থা নেওয়া হলেও সেসবের সুবিধা পাচ্ছেন না মানুষ। তাই রাজ্য বিজেপির তরফে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি হচ্ছে, যা পাঠানো হবে কেন্দ্রে।’ পাশাপাশি উল্লেখ্য, রাজ্য বিজেপি সভাপতি এদিন রাজ্যের আবাস যোজনা দুর্নীতির সন্ধান দিয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁর মতে আবাস যোজনা প্রকল্পের এতো বাড়ি এতো সহজে ভেঙ্গে পড়ছে কি করে? নিশ্চয়ই সেখানেও শাসকদলের দুর্নীতি বাসা বেঁধেছে। অন্যদিকে রেশনিং দুর্নীতি নিয়ে মুখ খুলেছেন বহু আগেই দিলীপ ঘোষ। তার অভিযোগকে আরো কড়া ভাষায় ব্যক্ত করলেন তিনি এদিন। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় ত্রাণ বিলি করতে গেলে বিজেপি নেতা কর্মীদের শাসকদলের পক্ষ থেকে যেভাবে বাধা দেওয়া হচ্ছে, তা নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন এদিন। অন্যদিকে 2021 এর বিধানসভা নির্বাচনের লক্ষ্যে মানুষের কাছে পৌঁছাতে এবার সরাসরি ভার্চুয়াল মিটিংয়ের ঘোষণা করলেন রাজ্য বিজেপি সভাপতি।

তাঁর কথা অনুযায়ী, ‘আগের মতোই লকডাউনেও প্রধানমন্ত্রীর বার্তা আমরা পৌঁছে দেব সকলের কাছে। তবে এখন তো মাঠে সভা সম্ভব নয়। তাই এখন ‘ভার্চুয়াল মিটিং’ হবে।’ সূত্রের খবর, এই ভার্চুয়াল মিটিংয়ে সরাসরি যোগ দিতে পারবেন হাজার জন ব্যক্তি। এছাড়াও লিংকে প্রবেশ করে আরও হাজার মানুষ যোগ দিতে পারবেন বলে জানা গেছে। সূত্রের খবর, আগামী 28 জুন থেকে এই ভার্চুয়াল মিটিং শুরু হতে চলেছে। প্রথম দিনের মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বোঝাই যাচ্ছে 2021 এর বিধানসভা নির্বাচনের জন্য ইতিমধ্যেই গুটি সাজাতে শুরু করে দিয়েছে কেন্দ্র তথা রাজ্য বিজেপি দল। রাজ্যের শাসক দলকে বিভিন্ন অভিযোগে কোণঠাসা করার সাথে সাথে রাজ্যের মানুষের কাছে কিভাবে পৌঁছানো যায় তা নিয়েও একাধিক চিন্তা ভাবনা যে শুরু করেছে রাজ্য বিজেপি দল তার প্রথম প্রকাশ পাওয়া যাচ্ছে ভার্চুয়াল মিটিং প্রসঙ্গে। অন্যদিকে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, যেভাবে রাজ্য বিজেপি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে 2021 এর বিধানসভা নির্বাচনে লড়াইতে নামার উদ্দেশ্যে, তা স্বভাবতই রাজ্যের শাসক দল তৃণমূলকে বেশ কিছুটা চাপে ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!