এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আঁশবটির কোপ তৃণমূল নেতাকে, অভিযুক্ত বিজেপি সমর্থক- আবারও উত্তপ্ত নানুর

আঁশবটির কোপ তৃণমূল নেতাকে, অভিযুক্ত বিজেপি সমর্থক- আবারও উত্তপ্ত নানুর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের শাসক দল তৃণমূল এবং বিরোধী দল বিজেপির মধ্যে যে সংঘাত শুরু হয়েছিল একুশের বিধানসভা নির্বাচনের আগে, সেই সংঘাত এখনো অব্যাহত। রাজ্যের বিভিন্ন জায়গা থেকেই হানাহানির খবর সামনে আসছে। সম্প্রতি বীরভূম জেলার নানুর তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতিকে রীতিমত খুনের চেষ্টা করা হল অভিযোগ উঠেছে গেরুয়া শিবিরের দিকে। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার নানুর কীর্ণাহার 2 নম্বর অঞ্চলে। সেখানকার তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতিকে এবার আঁশবঁটি দিয়ে খুনের চেষ্টায় অভিযুক্ত এক বিজেপি সমর্থক। ইতিমধ্যে তাঁকে চিকিৎসার জন্য বোলপুরে বোলপুরে নিয়ে আসা হয়েছে।

সূত্রের খবর, সোমবার পার্টি অফিসের সামনে ধারালো অস্ত্র দিয়ে কীর্ণাহার 2 ব্লকের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি বিদ্যুৎ চট্টোপাধ্যায়ের ওপর আক্রমণ করেন স্থানীয় বাসিন্দা ও বিজেপি সমর্থক বলে পরিচিত চরণ দাস বৈরাগ্য। ঘটনায় আরও বেশ কুঅয়্যেকুজন জড়িত ছিলেন বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকাবাসীদের সূত্রে জানা যাচ্ছে, রাত সাড়ে আটটা নাগাদ যখন তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি বিদ্যুৎ চট্টোপাধ্যায় দলীয় কার্যালয় থেকে বের হচ্ছিলেন, তখনই তাঁর ওপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়। তাঁকে মাথায় এবং ঘাড়ে কোপ মারা হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রক্তাক্ত অবস্থায় বিদ্যুৎ চট্টোপাধ্যায় লুটিয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারাই এরপর তৃণমূল নেতাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। অন্যদিকে হাসপাতালে বিদ্যুৎ চট্টোপাধ্যায় জানিয়েছেন, অভিযুক্ত চরণ দাস বৈরাগ্য এলাকায় বিজেপি সমর্থক হিসেবে পরিচিত। তিনি পার্টি অফিস থেকে বেরোনোর সময় চরণ দাস বৈরাগ্য সামনে এসে হাজির হন। তাঁর গায়ে মদ ঢেলে দিয়ে তাঁর ওপর অস্ত্রসহ আক্রমণ করেন চরণদাস। পাশাপাশি বিদ্যুৎ চট্টোপাধ্যায় জানান, চরণ দাস বৈরাগ্য একা ছিলেননা, তাঁর সাথে আরও বেশ কয়েকজন ছিল।

রাজনৈতিক আক্রোশের কারণে তাঁর ওপর হামলা করা হয়েছে বলে জানান তৃণমূল অঞ্চল সভাপতি। ইতিমধ্যে এই ঘটনার তদন্তে নেমেছে নানুর ও বোলপুর থানার পুলিশ। ঘটনায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে এলাকায়। কার্যত এলাকা শান্ত রাখতে পুলিশি টহল জারি বর্তমানে। অন্যদিকে অভিযুক্তরা এখনো পুলিশের হাতে আসেনি। আপাতত অভিযুক্তরা যাতে তাড়াতাড়ি ধরা পড়ে সেই চেষ্টাই চলছে। অন্যদিকে এই ঘটনা নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে শুরু হয়েছে ব্যাপক চাপানউতোর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!