এখন পড়ছেন
হোম > জাতীয় > আবারো শুরু করোনার চোখ রাঙানি ! ঊর্ধ্বমুখী করোনা গ্রাফে কপালে পড়ছে চিন্তার ভাঁজ !

আবারো শুরু করোনার চোখ রাঙানি ! ঊর্ধ্বমুখী করোনা গ্রাফে কপালে পড়ছে চিন্তার ভাঁজ !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-   মধ্যে কিছুটা করোনার চোখ রাঙানি থকে রেহাই পেলেও আবারও নতুন করে করোনা সংক্রমন মাথাচাড়া দিতেই বাড়ছে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ।পশ্চিমবঙ্গ সহ গোটা দেশ জুড়ে ঊর্ধ্বমুখী হয়ে চলেছে দৈনন্দিন করোনা সংক্রমণের হার ,ফলে যথেষ্ট উদ্বেগের কারণ বলে মনে করছেন বিষেশজ্ঞরা ।গত মার্চ মাসের পর গত শুক্রবার একশো ছুঁয়েছিল বঙ্গের দৈনিক সংক্রমণ ।

তবে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে কারুর মৃত্যু হয়নি বলে খবর । গত শুক্রবার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে পৌঁছায় ১০৭  কিন্তু  শনিবার স্বাস্থ্য দফতর কর্তৃক বুলেটিন অনুযায়ী জানা যাচ্ছে যে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে  হয় ১৩৯ জন। টিকা ও বুস্টার ডোজের ওপরে বাড়তি নজর দেওয়া স্বত্তেও নতুন করে হঠাত্‍ করে প্রায় দেড়শো কাছাকাছি সংখ্যক মানুষের করোনা আক্রান্তের কারণ নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে সকলের কপালে। সব মিলিয়ে এখন দেখার বিষয় আগামীতে গোটা পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!