এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > অবাঙ্গালীদের বাংলা শেখাতে এবার বিদ্যাসাগরের শরণাপন্ন বাংলা পক্ষ

অবাঙ্গালীদের বাংলা শেখাতে এবার বিদ্যাসাগরের শরণাপন্ন বাংলা পক্ষ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সরকারি কাজকর্ম ও সরকারি পরিষেবায় বাংলা ভাষার ব্যবহার বৃদ্ধি, বাংলা ভাষায় সমস্ত প্রতিযোগিতামূলক কেন্দ্রীয় সরকারী পরীক্ষা গ্রহণ সহ একাধিক দাবিতে আন্দোলন চলছে বাংলা পক্ষের। সম্প্রতি বাংলাপক্ষ দাবি করেছে যে, বাংলায় যদি ব্যবসা করতে হয়, তবে বাংলা ভাষাতেই দিতে হবে পরিষেবা। এই দাবির পর আজ কলকাতার অন্যতম প্রাণকেন্দ্র বলে পরিচিত ধর্মতলা বাসস্ট্যান্ডে অবাঙালি ব্যবসায়ীদের বাংলা শেখাতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয় বিলি করতে দেখা গেল বাংলা পক্ষকে।

বাংলা ভাষা শিক্ষার গুরুত্বপূর্ণ সোপান হলো বিদ্যাসাগর মহাশয়ের বর্ণপরিচয়। এবার এই বর্ণপরিচয় গ্রন্থটি বিলি করতে দেখা গেল বাংলা পক্ষের সদস্যদের। সদস্যর জানালেন, ধর্মতলা অঞ্চলটি হল পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার প্রাণকেন্দ্র। তবে রাজধানীর প্রাণকেন্দ্র হলেও, এখানে বাংলা ভাষায় পরিষেবা পাওয়া যায়না। কিন্তু বাংলায় যদি থাকতে হয়, তবে বাংলাতেই দিতে হবে পরিষেবা। একারণে আজ বর্ণপরিচয় বিলি করা হলো ধর্মতলার অবাঙ্গালী ব্যাসবসায়ীদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বাংলা ভাষায় যারা কথা বলতে পারেন না, তাদের বাংলা শেখাবার জন্য আজ এই বিশেষ পদক্ষেপ নিল বাংলা পক্ষ। ইতিপূর্বে, বাংলা ভাষায় রাজ্যে নির্বাচন সংক্রান্ত কাজের ট্রেনিং, সরকারি কর্মচারী ও শিক্ষক-শিক্ষিকাদের ট্রেনিং করাবার দাবি জানিয়েছে বাংলাপক্ষ। আবার, কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা বাংলায় নেওয়ার দাবি জানিয়েছে বাংলাপক্ষ। এবার একধাপ এগিয়ে অবাঙালি ব্যবসায়ীদের বাংলা শেখানোর জন্য এই বিশেষ পদক্ষেপ নিল বাংলা পক্ষ।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!