এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > আবার আতঙ্ক ব্ল্যাক ফাঙ্গাসের, একদিনেই দুজনের মৃত্যুতে ছড়ালো তীব্র আতঙ্ক

আবার আতঙ্ক ব্ল্যাক ফাঙ্গাসের, একদিনেই দুজনের মৃত্যুতে ছড়ালো তীব্র আতঙ্ক


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনার সঙ্গে সঙ্গেই রাজ্যে ক্রমশ বাড়ছে ব্ল্যাক ফাঙ্গাসের থাবা। এখনো পর্যন্ত মিউকোরমাইসিসে আক্রান্ত হয়েছেন রাজ্যের মোট ৩৬ জন, তাদের মধ্যে মৃত্যু ঘটেছে ১০ জনের। গত সোমবার জগদ্দলের বাসিন্দা এক মহিলার মৃত্যু হল কলকাতা মেডিকেল কলেজে, যিনি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ছিলেন। এরপর গতকাল রাতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চিকিৎসাধীন দুই মহিলার মৃত্যু ঘটলো ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ।

শিলিগুড়ি প্রধান নগরের বাসিন্দা গায়ত্রী পাসোয়ান ব্ল্যাক ফাঙ্গাসের বেশ কিছু উপসর্গ নিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরীক্ষা করে জানা যায় তিনি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন। আশঙ্কা ক্রমাগত বাড়তে থাকায় শেষ পর্যন্ত তাঁকে অপারেশন করা হয়। অপারেশনের পর তিনি সুস্থ হন, তাঁর শারীরিক অবস্থাও স্থিতিশীল ছিল।

কিন্তু আবার তাঁর শারীরিক অবস্থা খারাপ শুরু করে। এরপর গতকাল রাতে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। তাঁর পুত্র রাজু পাসওয়ান জানিয়েছেন যে, তাঁর মায়ের সফল অস্ত্রোপচার হয়েছিল। চিকিৎসায় তিনি সাড়া দিয়েছিলেন, কথাও বলছিলেন। কিন্তু তারপর কিভাবে এমন ঘটল? তা তিনি বুঝতে পারছেন না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অপর এক মহিলা যিনি জলপাইগুড়ির বাসিন্দা। জলপাইগুড়ির গজলডোবায় তাঁর বাড়ি, কিছুদিন আগে তিনি করোনার উপসর্গ নিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হন। পরে দেখা যায়, তাঁর করোনা নেই। কিন্তু তিনি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত। শ্বাস কষ্টের সমস্যায় ভুগছিলেন তিনি। গতকাল রাতে তাঁর মৃত্যু হয়েছে। তবে তাঁর ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসা শুরু হয়েছিল কিনা? এ বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। তাঁর স্বামী জানিয়েছেন, গতকাল রাতে মেডিকেল কলেজের পক্ষ থেকে ফোন করে জানানো হয়েছিল যে, তাঁর স্ত্রী ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত। মৃতার নাম অঞ্জলি ব্যাপারী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪০ বছর। জানা যায় ইনফেকশন খুব বেশি ছড়িয়ে পড়ায় তার চিকিৎসা করা কঠিন হয়ে পড়েছিল চিকিৎসকদের কাছে।

একদিনে এভাবে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে দুজন রোগীর মৃত্যু প্রসঙ্গে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ইএনটি বিশেষজ্ঞ চিকিৎসক রাধেশ্যাম মাহাতো জানালেন যে, এই দুই মহিলা আক্রান্ত হয়েছিলেন মিউকরমাইকোসিসে । ইনফেকশন ছড়িয়ে পড়ার কারণে চিকিৎসায় সাড়া দেননি তাঁরা। চিকিৎসকের দিক থেকে বহু চেষ্টা করেও তাঁদেরকে বাঁচানো যায়নি। একই দিনে দুজনের ব্ল্যাক ফাঙ্গাসে মৃত্যু আতঙ্ক তীব্রভাবে ছড়িয়ে দিয়েছে উত্তরবঙ্গ জুড়ে। জানা যাচ্ছে, উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আরো এক জন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!