এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > আবার বন্ধ হলো রাজ্যের এক চটকল, বিপাকে শ্রমিকেরা

আবার বন্ধ হলো রাজ্যের এক চটকল, বিপাকে শ্রমিকেরা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আবার বন্ধ হয়ে গেলো রাজ্যের এক চটকলের দরজা। বন্ধ হয়ে গেল উত্তর ২৪ পরগনা জেলার টিটাগড়ের এম্পায়ার জুট মিল। আজ সকালে এই জুটমিলের মেন্ গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝুলতে দেখা গেল। এম্পায়ার জুট মিল বন্ধ হয়ে যাবার কারণে কর্মচ্যুত হয়ে বিপন্ন হলেন এখানে কাজ করা প্রায় ২ হাজার শ্রমিক।

ইতিপূর্বে রাজ্যের বেশকিছু চটকল বন্ধ হয়ে গেছে, একাধিক সমস্যার কারণে। এবার এই বন্ধ হওয়া চটকলের তালিকায় যুক্ত হলো টিটাগরের এম্পায়ার জুট মিল। জুট মিল বন্ধ হয়ে যাবার ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ সকালে ১ ঘণ্টা বিটি রোধ অবরোধ করলেন জুটমিলের কর্মহারা শ্রমিকেরা। বিটি রোডের মতো একটি গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ থাকায় প্রবল সমস্যা ও যানজটের সৃষ্টি হয়।

শেষ পর্যন্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অবরোধকারীদের রাস্তা থেকে তুলে দেয় পুলিশ। বন্ধ হওয়া জুট মিলের শ্রমিকরা অভিযোগ করেছেন যে, ঠিকাদারদের দিয়ে কাজ করানো হচ্ছিল এখানে। তারা এর প্রতিবাদ করেছিলেন, এ কারণেই জুট মিল বন্ধ করে দেয়া হয়েছে। তবে মিলের মালিক কর্তৃপক্ষ দাবি করেছে যে, শ্রমিক বিক্ষোভের কারণেই এই জুট মিল বন্ধ করে দিতে বাধ্য হলেন তাঁরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, আজ হুগলি জেলার ওয়েলিংটন জুট মিলে কর্ম ব্যাহত রেখে প্রতিবাদ ও বিক্ষোভ দেখালেন এই জুট মিলের শ্রমিকরা। বিক্ষুব্ধ শ্রমিকরা অভিযোগ করেছেন যে, এই জুট মিলে কাজ করা এক মৃত শ্রমিকের প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুয়িটির বিষয় নিয়ে জুটমিলের মালিক পক্ষের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা।

বিক্ষুব্ধ শ্রমিকরা অভিযোগ করেছেন যে, এই ঘটনার পর গতকাল শ্রমিক ইউনিয়নের জনৈক নেতাকে মালিকপক্ষ জুট মিল থেকে বের করে দিয়েছে। যার প্রতিবাদে আজ শ্রমিকরা কাজে যোগ দিলেন না। অন্যদিকে ওয়েলিংটন জুট মিলের মালিক পক্ষ হুঁশিয়ারি দিয়েছে যে, মিলের শ্রমিকরা যদি কাজে যোগ না দেন, তবে মিল বন্ধ করে দেবেন তাঁরা। বিক্ষুব্ধ শ্রমিকদের শান্ত করতে ওয়েলিংটন জুট মিলে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এভাবে আজ দুটি জুটমিলকে কেন্দ্র করে উত্তপ্ত হলো দুই জেলা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!