এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > আবার ভাঙ্গন বিজেপিতে, তৃণমূলে যাবার ইচ্ছা প্রকাশ হেভিওয়েট বিজেপি নেতার

আবার ভাঙ্গন বিজেপিতে, তৃণমূলে যাবার ইচ্ছা প্রকাশ হেভিওয়েট বিজেপি নেতার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের পূর্বে বারবার ভাঙ্গন দেখা দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূলে। একের পর এক নেতা-মন্ত্রী-বিধায়ক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। কিন্তু নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর শুরু হয়েছে উল্টো স্রোত। বিজেপির একাধিক নেতা-নেত্রী-কর্মী দল ছেড়ে দিয়েছেন। তাঁদের মধ্যে অনেকে তৃণমূলে যোগদান করতে শুরু করেছেন, অনেকে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছেন। এই পরিস্থিতিতে এবার তৃণমূলে ফিরে যাবার ইচ্ছা প্রকাশ করলেন উত্তর দিনাজপুর জেলার বিজেপি নেতা অমল আচার্য।

উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি ছিলেন অমল আচার্য। দীর্ঘদিন ধরে তৃণমূলে ছিলেন তিনি। একাধিকবার ইটাহার কেন্দ্র থেকে বিধায়ক হয়েছিলেন তিনি। তবে, নির্বাচনে টিকিট না দেওয়ার কারণে দলের প্রতি ক্ষুব্ধ হয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন তিনি। ইটাহারে তৃণমূল প্রার্থী মুশাররফ হোসেনকে পরাজিত করার হুমকি দিয়েছিলেন তিনি। তবে, শেষ পর্যন্ত তা হয়নি। নির্বাচনে পরাজয়ের পর এবার তৃণমূলের ফিরে যাবার ইচ্ছা করলেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে অমল আচার্য জানিয়েছেন যে, দীর্ঘদিন ধরে তিনি তৃণমূল করতেন। তৃণমূলের একেবারে জন্মলগ্ন থেকে মুখ্যমন্ত্রীর আদর্শে মুখ্যমন্ত্রীর পাশে থেকে দল করেছেন তিনি। কোনো অজ্ঞাত কারণে বিধানসভা নির্বাচনে তাঁকে প্রার্থী হতে দেয়া হয়নি। মনে দুঃখ ও বেদনা নিয়ে বসেছিলেন তিনি। কিছুদিনের জন্য তিনি বিজেপি করেছিলেন।

মনের দুঃখ ও বেদনা থেকে তিনি বিজেপি করেছিলেন, নীতি আদর্শের কারণে তিনি বিজেপি করেননি। আর সম্প্রতি বিজেপির যে সমস্ত কার্যকলাপ দেখছেন, তাতে তিনি দলের প্রতি ক্ষুব্ধ হয়ে উঠেছেন। তিনি জানালেন, করোনা থেকে রাজ্যকে বাঁচাতে সকলকে নিয়ে লড়াই করছে তৃণমূল। পরিবর্তে হিংসা, প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি। সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিমের মতো মন্ত্রীদের গ্রেফতার করা হচ্ছে। এসব কারনেই বিজেপির প্রতি মোহ ভঙ্গ হয়েছে তাঁর।

প্রসঙ্গত, নির্বাচনের অল্প কিছুদিন আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন অমল আচার্য। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী ও বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপিতে যোগদান করেছিলেন তিনি। নির্বাচনে পরাজয়ের পর এবার আবার তৃণমূলে ফিরে যাবার ইচ্ছা প্রকাশ করলেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের কাছে তিনি চিঠি পাঠিয়েছেন। তবে, এ বিষয়ে তাঁর কাছে কোনো খবর নেই বলে জানিয়েছেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!