এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আবার ভাঙ্গনের আশঙ্কা তৃণমূলে, হাতছাড়া হতে পারে দুই হেভিওয়েট সাংসদ

আবার ভাঙ্গনের আশঙ্কা তৃণমূলে, হাতছাড়া হতে পারে দুই হেভিওয়েট সাংসদ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের পূর্বে রাজ্যের শাসক দল তৃণমূলে ক্রমাগত ভাঙ্গনের পালা শুরু হয়েছে। তৃণমূলের একমুখী ভাঙ্গন ও বিজেপির শ্রীবৃদ্ধি চলছে বঙ্গ রাজনীতির ময়দানে। সর্বপ্রথম তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বিজেপিতে যোগদান করেছিলেন কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী।

এরপর বিজেপিতে যোগদান করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর বিজেপিতে যোগদানের পর, তৃণমূলের ভাঙ্গনের মাত্রা আরও বেড়েছে। শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী যোগদান করেছেন বিজেপিতে। এবার বিজেপিতে যোগদানের সম্ভাবনা দেখা দিচ্ছে অধিকারী পরিবারের দুই সাংসদ শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীর।

প্রসঙ্গত, শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের পর থেকে দিব্যেন্দু অধিকারী ও শিশির অধিকারীকে তৃণমূল সভা-সমিতিতে খুব একটা দেখা যায় না। এমনকি মুখ্যমন্ত্রীর বিভিন্ন সভায় গরহাজির থেকেছেন তাঁরা। যা নিয়ে জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি, তৃণমূলের বিরুদ্ধে একাধিক বার বক্তব্যও রেখেছিলেন শিশির অধিকারী গণমাধ্যমে। শুভেন্দু অধিকারীর হয়ে প্রচারে নামতেও তিনি প্রস্তুত আছেন বলে জানিয়েছেন। আবার, আগামী বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে তৃণমূলের ফল ভালো হবে না বলেও জানিয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবার, তাঁদের বিজেপিতে যোগদানের জল্পনা তীব্র আকার ধারণ করেছে। সূত্রের খবর, আগামী ২০ সে মার্চ রাজ্যে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর এই সভাতে উপস্থিত থাকতে চলেছেন তৃণমূলের এই দুই সাংসদ। এমনকি সেদিনই তাঁরা বিজেপির পতাকা হাতে তুলে, একেবার আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করতে পারেন।

যদিও এ বিষয়ে শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী একেবারেই নিরব। কিন্তু বিজেপি কর্মীরা জানাচ্ছেন যে, সেদিন প্রধানমন্ত্রীর সভাতে বিশেষ চমক রয়েছে। তার পরেই জল্পনা আরো বাড়ছে তাঁদেরকে নিয়ে। টিটাগর থেকে ইতিপূর্বে শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে, রামনবমীর পূর্বেই তাঁর বাড়িতে পদ্ম ফোঁটাবেন তিনি। এবার কি তাঁর পুরো বাড়িই পদ্মময় হতে চলেছে? প্রশ্ন রাজনীতি মহলে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!