এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আবার ভাঙ্গনের পালা তৃণমূলে, দল ছেড়ে দিলেন জনৈক প্রভাবশালী

আবার ভাঙ্গনের পালা তৃণমূলে, দল ছেড়ে দিলেন জনৈক প্রভাবশালী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বারবার ভাঙ্গনের ছবি স্পষ্ট হচ্ছে শাসকদল তৃণমূলের অন্দরে। বিশেষত প্রাক্তন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর থেকেই আরো বাড়ছে তৃণমূলের ভাঙ্গন। প্রবল জনপ্রিয়তার কারণে জেলায় জেলায় রয়েছে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ ও অনুগামীরা। শুভেন্দু অধিকারীর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর, তাঁরাও একে একে তৃণমূল দল ত্যাগ করতে শুরু করেছেন। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই দলত্যাগ গুলিকে তেমন গুরুত্ব দেয়া হচ্ছে না। কিন্তু দলের ভাঙ্গনে যে যথেষ্ট উদ্বেগ বাড়ছে দলের শীর্ষ নেতৃত্বর, তা অস্বীকার করার উপায় নেই শাসক দলের।

শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে দেবার পর আজ পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলে আবার ভাঙ্গনের পালা। তৃণমূল ছেড়ে দিলেন হলদিয়া উন্নয়ন ব্লক তৃণমূলের সহ-সভাপতি ও সেইসঙ্গে তৃণমূলের জেলা পরিষদ সদস্য সোমনাথ ভূঁইয়া। ব্যক্তিগত কারনের জন্য তিনি দলত্যাগ করেছেন বলে জানালেন। প্রসঙ্গত জেলা পরিষদ সদস্য সোমনাথ ভূঁইয়া শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। আগামী দিনে তিনি বিজেপিতে শামিল হতে পারেন বলে, তার একটা ইঙ্গিতও করলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সোমনাথ ভূঁইয়ার দল ত্যাগে যথেষ্ট উচ্ছ্বসিত বিজেপি শিবির। তাঁকে স্বাগত জানানো হয়েছে বিজেপি শিবিরের পক্ষ থেকে। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামীদিনে তৃণমূলের আরও অনেক নেতা-কর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করবেন। হলদিয়া, তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের অনেক নেতা যোগদান করবেন বিজেপিতে। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি তৃণমূল দলের অনেক নেতাই গুরুত্বহীন হয়ে পড়েছেন, দল তাদের বসিয়ে রেখেছে। এ কারণেই তাঁরা বিজেপিতে চলে আসার জন্য সবরকম চেষ্টা করছেন। আগামী দিনে আরো অনেকেই তৃণমূল দল ছেড়ে দেবেন।

তবে, তৃণমূল শিবির থেকে হলদিয়া উন্নয়ন ব্লক তৃণমূল সহ সভাপতি সোমনাথ ভূঁইয়ার দল ত্যাগকে তেমন গুরুত্ব দেয়া হয়নি। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সোমনাথ ভূঁইয়া অন্য ব্লকে ছিলেন। শুভেন্দু অধিকারীর হাত ধরে এসেছিলেন তিনি। তিনি শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ। গত ১৯ সে ডিসেম্বর শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তিনি। শুভেন্দু অধিকারীর হাত ধরে যারা তৃণমূলে এসেছিলেন, এখন তাঁরা চলে যাচ্ছেন অন্য দলে। এভাবে আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শাসকদল তৃণমূলের ভাঙ্গন ক্রমশ বাড়ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!