এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > আবার ভূমিকম্প উত্তরবঙ্গে, ঘুম চোখে আতঙ্কে বাইরে বেরিয়ে এলেন অসংখ্য মানুষ

আবার ভূমিকম্প উত্তরবঙ্গে, ঘুম চোখে আতঙ্কে বাইরে বেরিয়ে এলেন অসংখ্য মানুষ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল রাতের পর আজ সকালে আবার ভূমিকম্প দেখা গেল প্রায় সমগ্র উত্তরবঙ্গ জুড়ে। গতকাল রাত ৮ টা বেজে ৪৯ মিনিটে হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠেছিল উত্তরবঙ্গের বিরাট এলাকা। এরপর আজ সকাল ৭ টা বেজে ৭ মিনিটে আবার ভূমিকম্প দেখা দিল উত্তরবঙ্গে। আশঙ্কাজনকভাবে এবার ভূমিকম্পের উপকেন্দ্র ছিল শিলিগুড়ি। ভূমিকম্পের আতঙ্কে ঘুমচোখে বাইরে বেরিয়ে এলেন বহু মানুষ।

আজ সকাল ৭ টা বেজে ৭ মিনিটে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় ভূমিকম্প দেখা যায়। শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ইত্যাদি জেলায় দেখা যায় ভূমিকম্প। আজ সকালের ভূমিকম্পের উৎসস্থল ছিল শিলিগুড়ি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১। শিলিগুড়ি থেকে ৬৪ কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল এর উৎস স্থল। পশ্চিমবঙ্গ ছাড়াও কম্পন দেখা যায় সিকিমে। অনেকে মনে করছেন, আজ সকালের ভূমিকম্প, গতকাল রাতের ভূমিকম্পের আফটার শক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল রাত ৮ টা বেজে ৪৯ মিনিটে হঠাৎ করে ভূমিকম্প দেখা দেয়। কেঁপে ওঠে শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার সহ উত্তরবঙ্গের একাধিক জেলা। কম্পনের কেন্দ্রস্থল ছিল সিকিম-নেপাল সীমান্ত। গতকালের ভূমিকম্প ছড়িয়ে পড়েছিল নেপাল, ভুটান, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, বিহারে। গ্যাংটক থেকে ২৫ কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল এর উৎস স্থল। মাত্রা ছিল রিখটার স্কেলে ৫,৪।

গতকাল ভূমিকম্পের খবর জানার পরেই মুখ্যমন্ত্রীকে ফোন করে এ বিষয়ে খোঁজ নিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। টুইট করে তিনি জানিয়েছিলেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে শিলিগুড়িতে আছেন। তিনি ঠিক আছেন। ভূমিকম্পের আঁচ সেভাবে পড়েনি, শুনে আশ্বস্ত হয়েছেন রাজ্যপাল। তিনি আরো জানিয়েছিলেন যে, গ্যাংটক থেকে ২৫ কিলোমিটার দূরে ছিল এপিসেন্টার।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!