এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > আবার বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হল! খুনের অভিযোগে তৃণমূলের দিকে আঙুল তিল গেরুয়া শিবির

আবার বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হল! খুনের অভিযোগে তৃণমূলের দিকে আঙুল তিল গেরুয়া শিবির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে যখন পারস্পরিক সংঘাত তীব্র আকার ধারণ করেছে, মারামারি, খুনোখুনি, বোমাবাজির ঘটনা গুলি যখন নিত্যদিনের বিষয় হয়ে উঠেছে সেই আবহে আবার এক বিজেপি কর্মীর দেহ উদ্ধার করা হলো ঝুলন্ত অবস্থায়। হুগলি জেলার গোঘাট অঞ্চলে ঘটে গেলো এমনই একটি ঘটনা।

ইতিপূর্বে বিজেপির বেশ কিছু নেতাকর্মীর দেহ ঝুলন্ত অবস্থায় রাজ্যের বিভিন্ন স্থানে থেকে উদ্ধার করা হয়েছে। এবার হুগলি জেলার গোঘাট অঞ্চলে পাওয়া গেল বিজেপি কর্মী গণেশ রায়ের প্রাণহীন ঝুলন্ত দেহ। আজ সকালে তাঁর বাড়ি থেকে প্রায় দেড় কিমি দূরে গোঘাট স্টেশন এর কাছে উদ্ধার করা হলো তাঁর দেহ। গতকাল বিকেলে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আর বাড়ি ফেরেননি পঞ্চান্ন বছর বয়স্ক বিজেপি কর্মী গণেশ রায়।

স্টেশনের ধারে তাঁর মৃতদেহ দেখতে পেলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শেষ পর্যন্ত পুলিশ তাঁর মৃতদেহ উদ্ধার করে। এরপর তাঁর দেহ ময়না তদন্তের জন্য পাঠায়।বিজেপি কর্মী গণেশ রায়ের এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শাসকদল তৃণমূলের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছে তাঁর পরিবার বর্গ এবং স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন যে, গত লোকসভা নির্বাচনে পূর্ব থেকেই বিজেপি দল করার জন্য শাসকদল তৃণমূলের পক্ষ থেকে তাঁকে বারবার বিভিন্নভাবে হুমকি দেয়া হয়েছিল। এবার সেই হুমকির পর তাকে হত্যা করেছে তারা। এ প্রসঙ্গে তাঁর পুত্র জানিয়েছেন, তৃণমূলের দুষ্কৃতীরাই তাঁর বাবাকে খুন করে ঝুলিয়ে রেখেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপি কর্মী গণেশ রায়ের এই অস্বাভাবিক মৃত্যু প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ” তৃণমূলের হিংসার রাজনীতির কারণেই এই ঘটনা ঘটেছে। শুধু গণেশ রায়ই না, এরকম বহু বিজেপি কর্মীকে একে একে খুন করছে তৃণমূল। এমনকি বিজেপির বিধায়ককেও ছাড়েনি ওঁরা। আরেকদিকে তৃণমূল সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।”

তবে, তৃণমূল নেতৃত্ব তাদের বিরুদ্ধে সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। এ প্রসঙ্গে স্থানীয় তৃণমূল বিধায়ক মানস মজুমদার জানিয়েছেন, ” গণেশ রায় একজন দিনমজুর ছিল, বিজেপি ওকে ওঁদের দলের কর্মী বানিয়ে নিয়েছে। লাশ নিয়ে রাজনীতি করছে বিজেপি। তবে তাঁরা এই কাজে সফল হবে না। পুলিশ গোটা ঘটনার তদন্ত করে সত্য সামনে আনবে।” বিজেপি কর্মী গণেশ রায়ের এই অস্বাভাবিক মৃত্যুর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এদিন সকালে আরামবাগ থেকে মেদিনীপুর গামী রাস্তা অবরোধ করে স্থানীয় বিজেপি নেতৃত্ব।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!