এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > আবার বোমা উদ্ধার রাজ্যে, ব্যাপক চাঞ্চল্য রাজনৈতিক মহলে

আবার বোমা উদ্ধার রাজ্যে, ব্যাপক চাঞ্চল্য রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দ্বিতীয় দফার ভোট সম্পন্ন হলো গতকাল। কিন্তু এখনও পর্যন্ত রাজ্যজুড়ে বোমা-গুলি যেভাবে পাওয়া যাচ্ছে, তা যথেষ্ট চিন্তার কারণ বলে মনে করা হচ্ছে। নির্বাচনী আবহে এ রাজ্যে প্রথম থেকেই বিভিন্ন জেলা থেকে উদ্ধার হচ্ছে বোমা-গুলি অস্ত্রশস্ত্র। নির্বাচন কমিশন হিংসা রুখতে এবারের নির্বাচনে নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে। কিন্তু তাতেও যে পরিস্থিতি খুব একটা বদল হয়নি, তা ক্রমশ স্পষ্ট হচ্ছে। এবার ভোটের আগে ভাঙরে মিলল বিপুল পরিমাণে তাজা বোমা। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার ভাঙর থানার পদ্মপুকুরের একটি মাঠে পুলিশ হানা দেয় এবং সেখান থেকে উদ্ধার হয় বিশাল পরিমাণে বোমা।

পুলিশ সূত্রের খবর পদ্মপুকুরের মাঠে যে বোমা জমা করা হচ্ছে ঝামেলা করার উদ্দেশ্যে সে খবর আসে পুলিশের কাছে এবং পুলিশ তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করে। ঘটনাস্থল থেকে 41 টি তাজা বোমা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। এভাবে বোমা উদ্ধার হওয়ার খুব স্বাভাবিকভাবে আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। প্রশ্ন উঠেছে, ভোটের মুখে এতগুলি বোমা এলাকায় কিভাবে এল? কেন এল? সপ্তাহ খানেক আগেই 22 শে মার্চ গভীর রাতে কাশীপুর থানা এলাকার চালতাবেড়িয়া থেকে একটি বাঁশ বাগানের ভেতর থেকে উদ্ধার করা হয়েছিল 21 টি তাজা বোমা। রাজনৈতিক অশান্তির সূত্রে সবসময় খবরের শিরোনামে থাকে ভাঙর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজ্যের নির্বাচনী আবহে ভাঙরের রাজনৈতিক অশান্তি যে আরও বাড়তে চলেছে, সে কথা প্রমাণ হয়ে গেল। বোমা উদ্ধার নিয়ে সম্প্রতি সংযুক্ত মোর্চার জনসভার মঞ্চ থেকে অভিযোগ করা হচ্ছিল শাসক দল এলাকায় বোমা এবং অস্ত্র মজুদ করছে। সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে ভোট করার ব্যবস্থা হচ্ছে। অন্যদিকে আব্বাস সিদ্দিকী অভিযোগ করেন, তৃণমূলের দুষ্কৃতীরা এলাকায় বোমা বন্দুক মজুদ করলেও পুলিশের পক্ষ থেকে কিন্তু তাঁদেরকে হেনস্থা করা হচ্ছে। অন্যদিকে তৃণমূল নেতা বাহারুল ইসলামের দাবি, অশান্তি পাকানোর জন্য ভাঙরে বোমা মজুদ করছে আইএসএফ এর কর্মীরা। পুলিশ খবর পেয়ে যাওয়ায় শেষ রক্ষা আর হলোনা।

আগামী 10 তারিখ হতে চলেছে চতুর্থ দফার ভোট এবং চতুর্থ দফার ভোটে নির্বাচনী তালিকায় রয়েছে দক্ষিণ 24 পরগনা ভাঙর। খুব স্বাভাবিকভাবেই তার আগে যেভাবে এলাকার একের পর এক বোমা উদ্ধার হচ্ছে, তা যে খুব একটা প্রশাসন কিংবা সাধারণ মানুষকে আশ্বস্ত করতে পারছে না তা বলাইবাহুল্য। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে শান্তিপূর্ণ নির্বাচন করতে একের পর এক প্রশাসনিক বদল হয়েছে। কিন্তু্লীত করেও যে নির্বাচন কমিশন যে কিছু করতে পারেনি তা স্পষ্ট।আর এই নিয়ে ক্রমাগত বিতর্ক বাড়ছে রাজনৈতিক মহলে। আপাতত পুলিশ তদন্তে নেমেছে কারা এই বোমাগুলি এলাকায় নিয়ে এসেছে তা জানার জন্য।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!