এখন পড়ছেন
হোম > জাতীয় > আবার ব্যপক রদবদল কেন্দ্রীয় মন্ত্রিসভায়, তারুণ্যের উপর বিশেষ গুরুত্ব আরোপ

আবার ব্যপক রদবদল কেন্দ্রীয় মন্ত্রিসভায়, তারুণ্যের উপর বিশেষ গুরুত্ব আরোপ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন আগেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার ক্যাবিনেট কমিটিতেও বড়সড় রদবদল ঘটানো হলো। ক্যাবিনেট কমিটিতে তরুণদের বিশেষভাবে স্থান দেয়া হলো। পুরনো কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটিতে বহু নতুন মুখ এনেছেন প্রধানমন্ত্রী। বেশকিছু গুরুত্বপূর্ণ মন্ত্রীরা পর্যন্ত বাদ গেছেন। ঢেলে সাজানো হয়েছে ক্যাবিনেট কমিটি।

ক্যাবিনেট কমিটিতে স্থান পেয়েছেন স্মৃতি ইরানি, ভুপেন্দ্র যাদব, সর্বানন্দ সোনেয়াল মনসুখ মান্ডবিয়, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, গিরিরাজ সিং সহ বেশকিছু নেতৃত্ব। পলিটিক্যাল অ্যাফেয়ার্সের সঙ্গে যুক্ত ক্যাবিনেট কমিটিতে যুক্ত করা হয়েছে ভুপেন্দ্র যাদব, স্মৃতি ইরানি, সর্বানন্দ সোনেয়াল, মনসুখ মান্ডবিয়, গিরিরাজ সিংকে। ইনভেস্টমেন্ট ও গ্রোথের সঙ্গে যুক্ত করা হয়েছে নারায়ণ রানে, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, অশ্বিনী বৈষ্ণবকে। রোজগার ও স্কিলের সঙ্গে যুক্ত হয়েছেন ধর্মেন্দ্র প্রধান, অশ্বিনী বৈষ্ণব, ভুপেন্দ্র যাদব, হরদীপ পুরী, আরসিপি সিং প্রমূখদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে রবিশঙ্কর প্রসাদ, প্রকাশ জাভড়েকর, পীযূষ গোয়েল প্রমূখ যাদের মন্ত্রিসভা থেকে ইস্তফা দিতে বলা হয়েছিল। তাঁদেরকে ক্যাবিনেট কমিটিতেও স্থান দেওয়া হয়নি। তরুণদের উপর অধিক গুরুত্ব দেওয়ার কারণেই এই প্রাক্তন মন্ত্রীরা ক্যাবিনেট কমিটিতে স্থান পান নি। ফলে যথেষ্ট ক্ষুব্ধ হয়েছেন অনেকে। অনেকে মনে করছেন মন্ত্রিসভায় রদবদল ও সম্প্রসারণের বিষয়ে যথেষ্ট রকম ঝুঁকি নিয়ে ফেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তরুণদের বিশেষ গুরুত্ব দিতে গিয়ে ঝুঁকিপূর্ণ সংস্কার করেছেন তিনি

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!