এখন পড়ছেন
হোম > জাতীয় > আবার দিন পাল্টে গেল অমিত শাহের বঙ্গসফরের, কবে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী?

আবার দিন পাল্টে গেল অমিত শাহের বঙ্গসফরের, কবে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের দোরগোড়ায় এসে গেছে বিধানসভা নির্বাচনের প্রথম দফা। প্রথম দফার ভোট শুরু হতে আর দু সপ্তাহ মাত্র বাকি। তাই আর সময় নষ্ট নয় একদিনও। মনে করা হচ্ছে, এ কথা ভেবেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে অমিত শাহ সোমবারের বদলে রবিবারেই চলে আসছেন রাজ্যে নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে। জানা যাচ্ছে, চলতি সপ্তাহ থেকেই বিজেপির তরফ থেকে দফায় দফায় জনসভা করবেন একাধিক তারকা। জানা গিয়েছে, অমিত শাহ দিন বদলে 14 তারিখ অর্থাৎ রবিবার রাজ্যে আসছেন। সেদিনই বিকেলবেলা তিনি খড়গপুরের সদরের প্রার্থী অভিনেতা হিরণের হয়ে প্রচার চালাবেন।

খুব স্বাভাবিকভাবেই খড়গপুর সদর কেন্দ্র কার্যত বিজেপির প্রেস্টিজ ফাইট। কারণ 2016 সালের বিধানসভা নির্বাচনে এই খড়গপুর থেকে জয়ী হয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। আবার 2019 এর লোকসভা নির্বাচনেও এই কেন্দ্র থেকেই দিলীপ ঘোষ সাংসদ হন। কিন্তু উপনির্বাচনে এই আসনটি তৃণমূল ছিনিয়ে নেয়। তাই এবার একুশের বিধানসভার নির্বাচনে হারানো আসন আবারও বিজেপি ফিরিয়ে নিতে মরিয়া। সেক্ষেত্রে টলিউডের নায়ক হিরণ চট্টোপাধ্যায় কে জেতানোর জন্য ঝাঁপিয়ে পড়ছেন বিজেপির তাবড় নেতা-নেত্রীরা।সে কারণেই মনে করা হচ্ছে, নির্বাচন ঘোষণার পর অমিত শাহ প্রথম প্রচার শুরু করবেন হিরণের হয়ে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যেহেতু রবিবার ছুটির দিন, সেহেতু রোড শো করার পরিকল্পনা রয়েছে গেরুয়া শিবিরের। অন্যদিকে ইতিমধ্যেই এলাকাজুড়ে প্রচার শুরু করেছেন অভিনেতা হিরণ। পাশাপাশি চালাচ্ছেন জনসংযোগ। 14 তারিখ রাত্রে খড়গপুর সদরে এসে অমিত শাহ প্রচার চালানোর পর 15 তারিখে তিনি পুরুলিয়া এবং বাঁকুড়ার রানিবাঁধের দুটি জনসভা করবেন বলে জানা গিয়েছে। জঙ্গলমহলের ক্ষেত্রে অবশ্য কিছুটা সুবিধাজনক জায়গায় রয়েছে গেরুয়া শিবির। কারণ 2019 এর লোকসভা নির্বাচনের পর সে এলাকায় বিজেপির ভিত যথেষ্ট শক্ত হয়েছে।

অন্যদিকে, জঙ্গলমহলকে পুনরুদ্ধার করতে রাজ্যের শাসক শিবির মরিয়া। তবে প্রচারের ক্ষেত্রে কিন্তু গেরুয়া শিবির কিছুটা এগিয়ে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। কারণ যেভাবে কেন্দ্রীয় বিজেপি নেতারা পরপর জঙ্গলমহলের সফর করছেন, তাতে জঙ্গলমহলের মজবুত জমি দখলে রাখতে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি নেতৃত্ব।অন্যদিকে জানা যাচ্ছে, আজকে বিজেপি তাঁদের রাজ্যের বাকি থাকা আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে। আপাতত দেখার, অমিত শাহ রাজ্যে এসে কতটা প্রভাবিত করতে পারেন বাংলার জনগণকে ভোটের বাজারে!

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!