এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আবার দলের বিরুদ্ধে বিস্ফোরক দলের হেভিওয়েট নেতা, ভাঙ্গনের আশঙ্কা তৃণমূলে

আবার দলের বিরুদ্ধে বিস্ফোরক দলের হেভিওয়েট নেতা, ভাঙ্গনের আশঙ্কা তৃণমূলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ক্রমশ তীব্র হচ্ছে শাসকদল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দলের গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে কালঘাম ছুটে যাচ্ছে শাসকদলের। উত্তর থেকে দক্ষিণে একাধিক জেলায় শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব বারবার প্রকাশ্যে এসে পড়েছে। হাওড়া জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তীব্র আকার ধারণ করেছে। জেলায় শাসকদলের গোষ্ঠীকোন্দলের দিকে বারবার আঙুল তুলেছেন বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, বিধায়ক বৈশালী ডালমিয়া। প্রাক্তন মন্ত্রী লক্ষীরতন শুক্লাও সেই অভিযোগ তুলেছেন। এবার দলের গোষ্ঠীদ্বন্দ্বের দিকে আঙুল তুললেন হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী।

হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী জানিয়েছেন যে, হাওড়ায় ছন্দপতন ঘটেছে শাসকদল তৃণমূলে। দলে থাকলেও কাজ করতে পারছেন না তিনি। তবে, এবার কি তিনি তৃণমূল ত্যাগ করে, অন্য কোন দলে যোগদান করতে চলেছেন? এর কোনো স্পষ্ট জবাব তিনি দেননি তিনি। শুধু এটুকুই জানিয়েছেন যে, আগামী দিনে তিনি মানুষের পাশে থেকে কাজ করতে চান। তিনি অভিযোগ করেছেন যে, দলে নেতৃত্বের অভাব আছে। বারবার অসহযোগিতার সম্মুখীন হতে হচ্ছে তাঁকে। যাদের দলে কোন কাজ নেই, তারাই এসব কাজ করছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা মন্ত্রিত্ব ও হাওড়া জেলা তৃণমূল সভাপতির পদ ছেড়ে দেবার পর থেকেই হাওড়া জেলায় শাসকদল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বিষয় নিয়ে বারবার প্রশ্ন উঠেতে শুরু করেছে। জেলায় দলের গোষ্ঠীদ্বন্দ্বের দিকে একাধিকবার আঙুল তুলেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া প্রমুখরা। তাঁরা অভিযোগ করেছেন যে, প্রতিবন্ধকতার মধ্যে দিয়েই দলে থাকতে হচ্ছে তাঁদের। আজ গোষ্ঠীদ্বন্দ্বের দিকে আঙ্গুল তুলে দলের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করলেন রথীন চক্রবর্তী। সংবাদ মাধ্যমে তিনি জানালেন যে, হাওড়া জেলায় নেতৃত্বের সমস্যা আছে। তৃণমূলের রাজ্য নেতৃত্ব তার সমাধান করতে পারছে না। তিনি ক্ষোভ প্রকাশ করেছেন, ব্যস্ততার অজুহাত দিয়ে তৃণমূলের উচ্চ নেতৃত্ব জেলা নেতৃত্বর কথা শুনছেন না। জেলা নেতৃত্বর রদবদল চেয়েছেন তিনি।

এর সঙ্গেই উন্নয়নের ইস্যুতেও অভিযোগ তুলেছেন তিনি নিজের দলের বিরুদ্ধে। তিনি জানিয়েছেন যে, হাওড়ার মানুষ কাজ চান, কিন্তু হাওড়া বঞ্চিত। তিনি অভিযোগ করেছেন, হাওড়ায় স্কুল পর্যন্ত হয়নি। দলের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি জানিয়েছেন যে, তাঁকে দলে ব্রাত্য করে রাখা হয়েছে। জল প্রকল্পের সমস্ত কাজ তিনি করেছেন, কিন্তু সেখানেও তিনি ডাক পাননি। তিনি জানিয়েছেন, তাঁদের উপস্থিতিও অপবিত্র বলে মনে করছেন দলের একাংশ। ক্ষুব্দ হয়ে তিনি জানিয়েছেন যে, আসামির কথা শোনা হলেও, দল তাঁদের কথা শোনে না। এভাবেই, হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী দলের একাংশের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে, দলের গোষ্ঠীদ্বন্দ্বের সমস্যার প্রতি আঙ্গুল তুলে দলের অস্বস্তি বাড়িয়ে দিলেন বহুগুনে। দলের প্রতি ক্ষুব্ধ আগামী দিনে তিনি কোন বড়োসড়ো পদক্ষেপ গ্রহণ করেন কিনা? সেদিকেই দৃষ্টি সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!