এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আবার ফিরতে পারে কনটেইনমেন্ট জোন,ওয়ার্ক ফ্রম হোম,বন্ধ হতে পারে স্কুল-জল্পনা মুখ্যমন্ত্রীর বক্তব্যে

আবার ফিরতে পারে কনটেইনমেন্ট জোন,ওয়ার্ক ফ্রম হোম,বন্ধ হতে পারে স্কুল-জল্পনা মুখ্যমন্ত্রীর বক্তব্যে


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের বর্ধিত করোনা পরিস্থিতি নিয়ে তীব্র উদ্বেগের সুর শোনা গেল মুখ্যমন্ত্রীর বক্তব্যে। গঙ্গাসাগরে আয়োজিত এক প্রশাসনিক বৈঠকে যোগদান করতে গিয়ে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানালেন, দেশজুড়ে যেভাবে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা, তাই এই সময় স্কুল-কলেজ খোলা রাখা ঠিক হবে কিনা? তা দেখতে হবে।

রাজ্যে শিক্ষা সচিবকে করোনা পরিস্থিতি পর্যালোচনার নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী জানালেন, দেশে যেভাবে ওমিক্রণ আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাই এই সময় স্কুল-কলেজ খোলা থাকবে কিনা? তা দেখতে হবে। সেইসঙ্গে দেখতে হবে, করোনা বিধি যাতে মান্য করা হয়। এই সভা থেকে মুখ্যমন্ত্রী আরো জানান, প্রয়োজন হলে ৫০ শতাংশ কাজ হবে ওয়ার্ক ফ্রম হোম।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুখ্যমন্ত্রী জানান, আগামী তেশরা জানুয়ারি থেকে রাজ্যে করোনা বিধি পর্যালোচনা করা হবে। প্রয়োজন হলে এই দিন থেকে কলকাতায় কনটেইনমেন্ট জোন তৈরি হবে। যদি প্রয়োজন হয় তবে কলকাতায় ওয়ার্ড ভিত্তিক কনটেইনমেন্ট জোন তৈরি করা হবে। করোনা বাড়ছে, ওমিক্রণ বেশি করে ছড়িয়ে যাচ্ছে। তাই যাবতীয় সর্তকতা মানতে হবে। সকলকে করোনা বিধি মানতে হবে।

মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে তীব্র আশঙ্কা ছড়িয়ে পড়েছে। অনেকেই মনে করছেন, রাজ্যে বর্ধিত করোনা সংক্রমণ রোধ করতে এবার লকডাউন বা আংশিক লকডাউনের পথে হাঁটতে পারে রাজ্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!