এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > আবার গোর্খাল্যান্ডের দাবিতে তোলপাড় শুরু হতে পারে পাহাড়ে, গোর্খা নেতার আমরণ অনশনে বাড়ছে আশঙ্কা

আবার গোর্খাল্যান্ডের দাবিতে তোলপাড় শুরু হতে পারে পাহাড়ে, গোর্খা নেতার আমরণ অনশনে বাড়ছে আশঙ্কা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আবার গোর্খাল্যান্ডের দাবিতে উত্তাল হতে পারে দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চল। এমন আশঙ্কা আবার দেখা দিয়েছে। গতকাল রবিবার থেকে গোর্খাল্যান্ডের দাবিতে আমরণ অনশনে বসেছেন গোর্খা লীগের নেতা এস পি শর্মা। বিজেপির বিরুদ্ধে যেমন তোপ দেগেছেন তিনি, তেমনি তোপ দেগেছেন রাজ্য সরকারের বিরুদ্ধেও। গোর্খাল্যান্ডের দাবি মেনে না নিলে অনশন চালিয়ে যাবার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তাঁর অনশনকে ঘিরে দু’ভাগে বিভক্ত হয়ে পড়েছে গোর্খা শিবির। দুই শিবিরের মধ্যে শুরু হয়েছে ঠান্ডা লড়াই। যা থেকে বড় বিপদের আশঙ্কা করছেন অনেকে।

অখিল ভারতীয় গোর্খা লীগের নেতা এসপি শর্মা দলের দার্জিলিং কার্যালয়ের ভেতরে মহাত্মা গান্ধীর ছবির পাদদেশে অনশন শুরু করেছেন। তিনি অভিযোগ করেছেন, পাহাড়ের মানুষ বিজেপিকে বিশ্বাস করেছিল। কিন্তু বিজেপি পাহাড়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। গত তিন বার বিজেপিকে ভোট দেওয়া হয়েছে। দার্জিলিং থেকে বিজেপি সাংসদকে লোকসভায় পাঠানো হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত বিজেপি সাংসদ পাহাড়ের দাবি গোর্খাল্যান্ড গঠন বা ১১টি জন জাতিকে ষষ্ঠ তপশিলি ঘোষণা, কোনটিই করতে পারেনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার রাজ্যের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, পাহাড়ের রাজনৈতিক সমস্যার স্থায়ী সমাধানে আগ্রহী নয় রাজ্য সরকার। রাজ্য সরকারের পক্ষ থেকে যতোক্ষন না সদর্থক কোন বার্তা দেওয়া হবে, রাজ্যের কোন প্রশাসনিক আধিকারিক এসে তাদের প্রত্যাশা পূরণের প্রতিশ্রুতি দেবেন, ততদিন চলবে অনশন। তাঁর এই পদক্ষেপের পর গোর্খা নেতাদের একাংশ বিজেপির পক্ষে গেছেন। তাঁরা হলেন বিজেপির জোটসঙ্গী জিএনএলএফ। অন্যদিকে, বিমল গুরুং শিবির গোর্খা লীগকে সমর্থন জানিয়েছে। তবে, এখনো অনীত থাপা কোন শিবিরকে সমর্থন করেননি।

দুই শিবিরের মধ্যে শুরু হয়েছে ব্যাপকভাবে ঠান্ডা লড়াই। যা থেকে যেকোনো সময় গণ্ডগোলের সম্ভবনা আছে। যাকে ঘিরে নানা আশঙ্কা দানা বাঁধছে পাহাড়ে। তবে, লীগের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পাহাড়ে অশান্তি তারা কিছুতেই চান না। তারা চান, পাহাড়ের সমস্যার স্থায়ী সমাধান। এ প্রসঙ্গে গোর্খা লীগের নেতা এসপি শর্মা জানালেন, আমরণ অনশনে বসেছেন, তাঁদের দাবি, দার্জিলিংয়ের সাংসদ আড়াই বছর ধরে পাহাড়ের মানুষের জন্য কি করেছেন?

তা পরিষ্কারভাবে জানাতে হবে। বাদল অধিবেশনে পাহাড়ের সমস্যার স্থায়ী সমাধানের বিষয়ে প্রশ্ন তুলতে হবে। তাঁর এই পদক্ষেপের পর জিএনএলএফ নেতা অজয় এডওয়ার্ড তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন। পাহাড় সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি। তাঁর কথায়, তিনি গোর্খা লীগের সদস্যদের একসঙ্গে কাজ করতে ও অনশনে না বসার অনুরোধ করেছেন। কিন্তু তাঁরা রাজি হননি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!