এখন পড়ছেন
হোম > জাতীয় > আবার কি বিজেপির সাথে জোট শিবসেনার, কোন নতুন চমক আসতে চলেছে?

আবার কি বিজেপির সাথে জোট শিবসেনার, কোন নতুন চমক আসতে চলেছে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজনীতিতে কেউ চিরশত্রু বা চিরমিত্র থাকতে পারেনা- এই কথাটা কার্যত রূপ পেতে চলেছে এবার মহারাষ্ট্রে। সম্প্রতি শোনা যাচ্ছে, মহারাষ্ট্রের শিবসেনা এবং গেরুয়া শিবিরের মধ্যে ভেঙে যাওয়া জোট আবার তৈরি হতে পারে বলে। আর এখান থেকেই শুরু হয়েছে ব্যাপক রাজনৈতিক জল্পনা। প্রসঙ্গত, গত মাসে দিল্লিতে শিবসেনা মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে প্রধানমন্ত্রী মোদীর সাথে দেখা করার পর থেকেই এই জল্পনা আরো বেড়ে গেছে। তারই মধ্যে কংগ্রেস আবার শিবসেনার বিরুদ্ধে বিভিন্ন কারণে ক্ষোভ প্রকাশ করেছে। পাশাপাশি জানিয়ে দিয়েছে, আগামী বিধানসভা নির্বাচনে তাঁরা আর শিবসেনার সঙ্গে জোট করবেনা।

খুব স্বাভাবিকভাবেই বিজেপি-শিবসেনা জোট নিয়ে নতুন করে আবার প্রাসঙ্গিক হতে শুরু করেছে। অন্যদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ইতিমধ্যেই জানিয়ে দেন, তাঁদের শত্রু হিসেবে শিবসেনা কখনোই প্রথম স্থানে ছিলনা। তবে শিবসেনার সাথে পুনরায় জোট হওয়ার ব্যাপার নিয়ে তিনি জানিয়েছেন, পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। একইভাবে শিবসেনা নেতা সঞ্জয় রাউত দেবেন্দ্র ফড়নবিশের বক্তব্যের পরিপ্রাক্ষিতে জানিয়েছেন, বিজেপি এবং শিবসেনার মধ্যে সেভাবে শত্রুতা নেই। রাজনৈতিক মত আলাদা রয়েছে ঠিকই কিন্তু বন্ধুত্ব এখনও অটুট আছে। এবং হঠাৎ করেই শুরু হয় মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জল্পনা।

একসময় উদ্ধব ঠাকরের বিরুদ্ধে একেরপর এক বিষোদগার করেছেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ। রবিবার তিনি পাল্টা শিবসেনার প্রতি অনেকটাই নরম। কিছুদিন আগেই মহারাষ্ট্রের শিবসেনার জোটসঙ্গী এনসিপি’র বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে তদন্ত শুরু করে কেন্দ্রীয় সংস্থা। তাই নিয়ে কিন্তু এনসিপি এবং শিবসেনা একইভাবে সরব হয় কেন্দ্রীয় মোদি সরকারের বিরুদ্ধে। কিন্তু সম্প্রতি বেশ কয়েকজন কংগ্রেস নেতা শিবসেনার বিরুদ্ধে বেশ কিছু মন্তব্য করেছেন। আর এই নিয়ে শুরু হয় তীব্র রাজনৈতিক চাপানউতোর। যদিও কংগ্রেসের তরফ থেকে বলে দেওয়া হয়, তারা আগামী পাঁচ বছরের কার্য মেয়াদ সম্পূর্ণ করবে শিবসেনার সঙ্গেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে শিবসেনার সঙ্গে বিজেপির জোট আবার হতে চলেছে এরকম কোন জল্পনাকে মোটেই পাত্তা দিতে রাজি নয় শিবসেনা কেন্দ্রীয় নেতৃত্ব। ইতিমধ্যেই শিবসেনার পক্ষ থেকে সঞ্জয় রাউত রীতিমতো ট্যুইট করে জানিয়েছেন, এ ধরনের গুজব রটানো যত হবে, ততই মহারাষ্ট্রের বর্তমান ক্ষমতাসীন দল মহারাষ্ট্র বিকাশ আগাড়ি জোট শক্তিশালী হবে। কিছুদিন আগে শিবসেনা নেতা সঞ্জয় রাউত এর সঙ্গে বিজেপি নেতা আশিস শেহলারের দেখা নিয়ে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছিল। সে সময় অবশ্য পরিস্থিতি সামাল দেন সঞ্জয় রাউত। তিনি বিজেপি এবং শিবসেনার সঙ্গে রাজনৈতিক মতাদর্শ কিংবা পার্থক্য থাকতে পারে বলে জানান।

কিন্তু যদি বিজেপির কোন নেতার সঙ্গে অনুষ্ঠানে দেখা হয় সে ক্ষেত্রে পরস্পরকে অভিনন্দন জানানো হয় এবং সেটাই রীতি। খুব স্বাভাবিকভাবেই একের পর এক নাটকীয় চমক আসতে চলেছে মহারাষ্ট্রের রাজনীতিতে বলে মনে করছেন রাজনৈতিক মহলের অনেকেই। যেভাবে কংগ্রেস এবং শিবসেনার মধ্যে দূরত্ব বাড়ার কথা শোনা যাচ্ছে, তাতে শিবসেনার সঙ্গে বিজেপির পুরনো বন্ধুত্ব আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলেই ভাবছেন বিশেষজ্ঞদের অনেকেই। আপাতত নজর থাকবে মহারাষ্ট্রের রাজনীতি কোন নতুন আঙ্গিকে সামনে আসতে চলেছে, তার ওপর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!