এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > আবার কি রক্তক্ষরণ?এবার কি দল ছাড়বেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি?প্রবল আলোড়ন বঙ্গ রাজনীতিতে

আবার কি রক্তক্ষরণ?এবার কি দল ছাড়বেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি?প্রবল আলোড়ন বঙ্গ রাজনীতিতে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই ক্রমাগত ভাঙনের পালা রাজ্য বিজেপিতে। একের পর এক নেতা নেত্রী দল ছাড়ছেন। যাদের মধ্যে নবাগতরা যেমন রয়েছেন, তেমনি রয়েছেন বেশকিছু আদি নেতাও। এই পরিস্থিতিতে এবার রাজ্য বিজেপিকে বিদায় জানালেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়। টুইট করে তিনি জানালেন, ‘আপাতত বিদায় পশ্চিমবঙ্গ বিজেপি’।

তথাগত রায়ের এই টুইট ঝড় তুলে দিয়েছে বঙ্গ রাজনীতিতে। প্রশ্ন উঠেছে, দলের প্রতি ক্ষুব্ধ হয়ে এবার কি দল ছাড়তে চলেছেন তিনি? সম্প্রতি টুইট করে তিনি লিখেছেন, কারো কাছে বাহবা পাবার জন্য এই সমস্ত তিনি করছেন না। দলের কিছু নেতৃস্থানীয় লোক যেভাবে কামিনী-কাঞ্চনে গা ভাসিয়ে দিয়েছিলেন, তার সম্পর্কে দলকে সজাগ করার জন্য তিনি টুইট করেছিলেন। এবার ফলেন পরিচিয়তে। পুরভোটের জন্য তিনি অপেক্ষা করবেন। আপাতত বিদায় পশ্চিমবঙ্গ বিজেপি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁর এই টুইট একের পর এক প্রশ্ন তুলে দিয়েছে। প্রশ্ন উঠেছে তিনি কি এবার দল ছাড়বেন? সম্প্রতি তিনি টুইট করে জানিয়েছিলেন, বিজেপির যারা শুভানুধ্যায়ী তাঁরা তাঁকে জানিয়েছেন, টাকা ও নারী নিয়ে তাঁর যদি অভিযোগ থাকে, তবে প্রকাশ্যে না করে তা দলের ভেতরে করা উচিত। কিন্তু তাদের তিনি জানাতে চান যে, সে সময় পেরিয়ে গেছে। বিজেপি তাঁর সঙ্গে যা ইচ্ছে তাই করতে পারে। তবে, নিজেদের চালচলন যদি আমুল বদলানো না যায়, তবে পশ্চিমবঙ্গে বিজেপির বিলুপ্তি অবশ্যম্ভাবী।

প্রসঙ্গত, দলের বিরুদ্ধে বারবার বিস্ফোরক বক্তব্য রেখেছেন তথাগত রায়। সোশ্যাল মিডিয়াতে বারবার আক্রমণ করেছেন দলকে। দলের রাজ্য নেতৃত্বকে যেমন আক্রমণ করেছেন, তেমনি কৈলাস বিজয়বর্গীয়র মত কেন্দ্রীয় নেতৃত্বকেও তিনি ছেড়ে দেননি। তবে, দলের প্রতি বারবার সমালোচনা করলেও, দলের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে এখনও পর্যন্ত তেমন কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি।

আবার দীর্ঘ সময় ধরে তথাগত রায় বিজেপির সঙ্গে যুক্ত আছেন, যা কয়েক দশক। দীর্ঘসময় ধরে রাজ্য বিজেপির সভাপতি ছিলেন, এরপর ত্রিপুরা, মেঘালয় এর রাজ্যপাল হয়েছিলেন। তাঁর মতো অভিজ্ঞ, বর্ষিয়ান নেতা ছিলেন যদি দল ছেড়ে দেন, তবে সেটা রাজ্য বিজেপির পক্ষে একটা বড়সড় ধাক্কা হবে বলেই, মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!