এখন পড়ছেন
হোম > জাতীয় > আবার কি হবে লকডাউন? জারি হতে চলছে নৈশ কার্ফু। বাড়ছে জল্পনা

আবার কি হবে লকডাউন? জারি হতে চলছে নৈশ কার্ফু। বাড়ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মহারাষ্ট্রের সমস্ত পুর এলাকায় জারি হতে চলেছে নৈশ কার্ফু। ইংল্যান্ডে করোনা ভাইরাসের নতুন স্টেন পাওয়ার পরই মহারাষ্ট্রে নৈশ কার্ফু জারি করার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে। আজ থেকে শুরু হয়ে আগামী ৫ ই জানুয়ারি পর্যন্ত মহারাষ্ট্রের সমস্ত পুর এলাকায় চলবে নৈশ কারফিউ। তবে, গত রবিবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে জানিয়েছিলেন যে, তিনি নৈশ কার্ফু বা লকডাউন আর চান না। কারণ, মহারাষ্ট্রের পরিস্থিতি পূর্বের তুলনায় কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু ব্রিটেনে করোনা ভাইরাসের নতুন স্টেন ভয়াবহ ভাবে ছড়িয়ে পড়ার পরই সিদ্ধান্ত বদল করলেন তিনি।

প্রসঙ্গত, গতকাল সোমবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে বেশকিছু গুরুত্বপূর্ণ পদস্থ সরকারি আমলা ও পুলিশ কর্তাদের সঙ্গে এক বৈঠক করেছিলেন। যে বৈঠকের পর তিনি নৈশ কারফিউ জারি করার সিদ্ধান্তের কথা জানালেন। বৃটেনে করোনা ভাইরাসের নতুন স্টেন তীব্র ভাবে ছড়িয়ে পড়ার পর থেকেই আবার একটা আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি হয়েছে পৃথিবী জুড়ে। এই পরিস্থিতি সমস্ত পুর এলাকায় রাত ১১ টা থেকে পরদিন সকাল ৬ টা পর্যন্ত কারফিউ জারি করার সিদ্ধান্ত নিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ মঙ্গলবার থেকে আগামী ৫ ই জানুয়ারি পর্যন্ত নৈশ কারফিউ জারি হতে চলেছে। মুখ্যমন্ত্রীর উদ্ভব ঠাকরে জানিয়েছেন যে, মহারাষ্ট্রের পুর এলাকায় রাত এগারোটার পর শুধুমাত্র ওষুধের দোকানের মত জরুরী পরিষেবা গুলো খোলা থাকবে। বাকি সমস্ত কিছুই বন্ধ রাখা হবে। এর সঙ্গে সঙ্গেই তিনি জানিয়েছেন যে, ইউরোপ ও মধ্যপ্রাচ্য থেকে যেসব বিমান যাত্রী মহারাষ্ট্রে আসবেন, তাদের যেতে হবে কোয়ারান্টিনে। মহারাষ্ট্রের বিমানবন্দরে অবতরণের পর ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারান্টিনে পাঠানো হবে সকলকে।

মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে প্রকাশ করা এক বিবৃতিতে জানানো হয়েছে যে, করোনা ভাইরাসের নতুন স্ট্রেনের জন্য সরকার বেশকিছু সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করছে। সেই সঙ্গে জানানো হয়েছে, আগামী ১৫ দিন সকলকে সতর্ক থাকার। অন্যদিকে গত রবিবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে জানিয়েছেন যে, করোনার ভ্যাকসিন চলে এলেও, তারপর অন্তত ছয় মাস সকলকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে। এর সঙ্গে সঙ্গেই তিনি আগামী বড়দিন ও নববর্ষ উদযাপনের সময় সকলকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। আবার বিয়ে বাড়ি সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে সামাজিক অনুষ্ঠানে সকলকে দূরত্ব বিধি পালন করতে বলেছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!