এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > আবার মিলল প্রভাবশালী বিজেপি নেতার দেহ! খুন না অতিরিক্ত মদ্যপানে মৃত্যু? তরজায় বিজেপি-তৃণমূল

আবার মিলল প্রভাবশালী বিজেপি নেতার দেহ! খুন না অতিরিক্ত মদ্যপানে মৃত্যু? তরজায় বিজেপি-তৃণমূল


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচন এগিয়ে আসার সাথে সাথেই রাজ্যজুড়ে দেখা যাচ্ছে একের পর এক গেরুয়া শিবিরের কর্মী সমর্থক মারা যাচ্ছেন। একই ঘটনা পরপর ঘটে যাওয়াকে কাকতালীয় বলে মনে হলেও গেরুয়া শিবিরের নেতারা কিন্তু এর পেছনে তৃণমূলীয় চক্রান্তের খোঁজ পাচ্ছেন। এবার প্রভাবশালী বিজেপি নেতার মৃতদেহ পাওয়া গেল রাস্তার ধারে। ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার কাঁঠালহাট এলাকায়। বিজেপি নেতার মৃত্যুতে ইতিমধ্যেই এলাকাজুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। বুধবার সকালে গঙ্গারামপুর থানার কাঁঠাল হাট এলাকায় স্বাধীন রায় নামক এক ব্যক্তির মৃত্যু হয়। যিনি কুশমন্ডি এলাকার বিজেপির দলীয় সভাপতি ছিলেন।

তাঁকে রাস্তার ধারে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বিজেপির দাবি, তৃণমূলের হার্মাদরা বিজেপি শিবিরের পরিচিত ঐ নেতাকে শ্বাসরোধ করে খুন করে রাস্তার ধারে ফেলে রেখেছে। অন্যদিকে তৃণমূল শিবিরের পক্ষ থেকে এই অভিযোগ পুরোপুরি নস্যাৎ করা হয়েছে। এই মৃত্যুকান্ডে পুলিশের অনুমান অত্যাধিক মদ্যপানের কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, মৃত স্বাধীন রায় বাস করতেন শুকদেবপুরের বাঁশপাড়া এলাকায়। স্থানীয় সূত্রের খবর, এদিন সকালে হঠাৎ করেই স্থানীয় মানুষরা কাঁঠালহাটে রাস্তার পাশে স্বাধীন রায়ের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। মৃতের পরিবারের লোকদেরকেও স্থানীয় মানুষরাই খবর দেন বলে জানা গিয়েছে।

স্বাধীন রায় কুশমন্ডি বিধানসভা কেন্দ্রের বিজেপির 166 নম্বর বুথের সভাপতি ছিলেন বলে জানা গেছে। গঙ্গারামপুর থানায় খবর গেলে পুলিশ এসে স্বাধীন রায়ের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেল পর্যন্ত গঙ্গারামপুর থানায় কোন বিজেপি কর্মীর মৃত্যু সংবাদজনিত অভিযোগ জমা পড়েনি। অন্যদিকে, বালুরঘাটের সংসদ সুকান্ত মজুমদার জানিয়েছেন, তাঁদের দলের নেতাকে দিনের বেলাতেই শ্বাসরোধ করে খুন করেছে তৃণমূলের গুন্ডা বাহিনী। রাজ্যজুড়ে বিজেপিকে আটকাতে এই মুহূর্তে তৃণমূল বিজেপি কর্মীদের খুন করে চলেছে। এবং পুলিশ প্রশাসন যথারীতি নীরব দর্শকের ভূমিকা পালন করছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে তৃণমূলের জেলা সভাপতি গৌতম দাস জানান, বিজেপি যেকোনো ঘটনায় বর্তমানে শুরু করেছে তৃণমূলের বদনাম। এর ফলে রাজনীতিতে অশান্তির পরিবেশ তৈরী হচ্ছে। পাশাপাশি তৃণমূলের জেলা সভাপতি গৌতম দাস আরো জানান, বিজেপি মানুষের আবেগ নিয়ে রাজনীতি করছে। অন্যদিকে গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু এদিন জানিয়েছেন, বিজেপি নেতার মৃত্যুতে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে স্বতঃস্ফূর্তভাবে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে অতিরিক্ত মদ্যপান করেই বিজেপির ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

আপাতত গঙ্গারামপুরে মৃত বিজেপি নেতা খুন হয়েছেন না অতিরিক্ত মদ্যপানের কারণে তাঁর মৃত্যু ঘটেছে, তা পুরোপুরি তদন্ত সাপেক্ষ বলেই মনে করা হচ্ছে। কিন্তু বিজেপি নেতার অস্বাভাবিক মৃত্যু খুব স্বাভাবিকভাবেই বর্তমানে রাজ্য রাজনীতিতে প্রভাব ফেলেছে এবং এই নিয়েই যথারীতি তৃণমূল এবং বিজেপির রাজনৈতিক চাপানউতোর ক্রমশ বেড়ে চলেছে। বিশেষজ্ঞদের মতে, খুব স্বাভাবিকভাবেই আগামী দিনে এই ঘটনা যথেষ্ট প্রভাব ফেলতে চলেছে রাজ্য রাজনীতিতে। এই ঘটনার রেশ যে এত তাড়াতাড়ি শেষ হবে না সে ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক মহল।

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!