এখন পড়ছেন
হোম > জাতীয় > আবার মহার্ঘ হতে চলেছে রেল, বিপাকে আমজনতা

আবার মহার্ঘ হতে চলেছে রেল, বিপাকে আমজনতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা আবহে গত জানুয়ারি মাস থেকে ট্রেনের ভাড়া বাড়ানো হয়েছে। লোকাল ট্রেন বাদ দিয়ে অন্যান্য সাধারণ নন এসি ট্রেনের ভাড়া প্রতি কিলোমিটারে ১ পয়সা করে বাড়ানো হয়েছে, মেল ও এক্সপ্রেস নন এসি ট্রেনের ভাড়া প্রতি কিলোমিটারে ২ পয়সা করে বাড়ানো হয়েছে, আবার এসি ট্রেনের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়ানো হয়েছে ৪ পয়সা। এর সঙ্গে সঙ্গেই রাজধানী, দুরন্ত, তেজস এক্সপ্রেসের ভাড়া বাড়ানো হয়েছে। এবার আবার ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিল রেল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি রেলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, এবার থেকে স্বল্প দূরত্বের যাত্রীবাহী ট্রেনের টিকিটের দাম বৃদ্ধি করা হবে। বারবার কেন এভাবে বাড়ানো হচ্ছে রেল ভাড়া? এর উত্তরে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, করোনা সংক্রমনের সময়ে সাধারণ মানুষ যাতে খুব প্রয়োজন না হলে ট্রেনে না উঠেন, এ বিষয়টি নিশ্চিত করতেই ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিচ্ছে রেল। আবার এর সঙ্গে সঙ্গেই প্লাটফর্ম টিকিটের মূল্য তিনগুণ বৃদ্ধি করা হলো।

এতদিন ধরে প্ল্যাটফর্ম টিকিটের মূল্য ছিল ১০ টাকা। সম্প্রতি প্লাটফর্ম টিকিটের মূল্য করা হচ্ছে ৩০ টাকা। আবার স্বল্প দূরত্বে ন্যূনতম ভাড়া ১০ টাকা থেকে বাড়িয়ে করা হবে ৩০ টাকা। স্বল্প দূরত্বে যেতে এতদিন পর্যন্ত যেখানে ১০ টাকার টিকিট কাটার প্রয়োজন হতো, এখন সেখানে ৩০ টাকার টিকিট কাটতে হবে। ফলে যথেষ্ট বিপাকে পড়তে চলেছেন সাধারণ মানুষ। করোনা সংক্রমণের কারণে, এখনো দেশের বহু ট্রেন বন্ধ রয়েছে। তার মধ্যেই বাড়ানো হলো ভাড়া।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!