এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার মুখ্যমন্ত্রীর আঘাতের ঘটনায় কঠোর পদক্ষেপ নিল নির্বাচন কমিশন

এবার মুখ্যমন্ত্রীর আঘাতের ঘটনায় কঠোর পদক্ষেপ নিল নির্বাচন কমিশন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি বঙ্গ রাজনীতির অন্যতম আলোচিত বিষয় হল নন্দীগ্রামে নির্বাচনের প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনা। তৃণমূলের পক্ষ থেকে বারবার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে, তবে বিরোধীরা তৃণমূলের এই অভিযোগ মেনে নেয়নি। এবার, এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। আঘাত লাগার কারণে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে কর্তব্যে গাফিলতির অভিযোগ এনে নিরাপত্তা অধিকর্তা বিবেক সহায়কে অপসারিত করা হলো। আবার, পূর্ব মেদিনীপুরের এসপি প্রবীণ প্রকাশকেও অপসারিত করা হলো। আবার মেদিনীপুরের ডিএন বিভু গয়ালকে বদলি করা হলো।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, নন্দীগ্রামের ঘটনা বিষয়ে নির্বাচন কমিশনের কাছে ফুটেজ সহ রিপোর্ট দাখিল করেছেন মুখ্যসচিব। তবে সেদিন মুখ্যমন্ত্রী দুর্ঘটনায় আহত হয়েছেন? নাকি তাঁর ওপর হামলা করা হয়েছে? তা তিনি স্পষ্ট করে জানান নি। অন্যদিকে বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবের রিপোর্টেও বলা হয়েছে যে, দুর্ঘটনায়ই আহত হয়েছেন মুখ্যমন্ত্রী। হামলার তত্ত্বকে নস্যাৎ করে দেয়া হয়েছে। অর্থাৎ, দুটি রিপোর্টের মধ্যে তেমন কোন পার্থক্য নেই।

এবার, এদুটি রিপোর্ট থেকে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা অধিকর্তা বিবেক সহায়কে তাঁর পদ থেকে অপসারিত ও সাসপেন্ড করা হলো। আবার পূর্ব মেদিনীপুরের এসপি প্রবীণ প্রকাশকেও তাঁর পদ থেকে অপসারিত ও সাসপেন্ড করা হলো। অন্যদিকে মেদিনীপুরের ডিএন বিভু গয়ালকে বদলি করা হয়েছে। নির্বাচনের সঙ্গে যুক্ত নয়, এমন পদে বদলি হলেন তিনি। কর্তব্যে গাফিলতির অভিযোগ এনে প্রবীণ প্রকাশ ও বিবেক সহায় এর বিরুদ্ধে চার্জগঠনও করা হয়েছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!