এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আবার নতুন করে তালিকা প্রকাশ স্কুল সার্ভিস কমিশনের, রয়েছে একাধিক প্রার্থীর নাম

আবার নতুন করে তালিকা প্রকাশ স্কুল সার্ভিস কমিশনের, রয়েছে একাধিক প্রার্থীর নাম


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ৪ ঠা আগস্ট উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়েছে। উচ্চ প্রাথমিকে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে ১৪,৩৯৯। ইন্টারভিউর জন্য ১৫ হাজার ৪০৬ জনকে ডাকা হয়েছিল। অনুপস্থিত প্রার্থীর সংখ্যা ১২০০। আবার, তথ্যের ত্রুটির কারণে বহু প্রার্থীর আবেদন বাতিল হয়ে গেছে। এদিকে নিয়োগ বিষয়ে অভিযোগ করেছিলেন ২৫ হাজারের বেশি প্রার্থী। এরপর শুনানির জন্য ডাকা হয় প্রার্থীদের।

অভিযোগকারীদের প্রথম দুটি তালিকা প্রকাশ করা হয়েছে। যারমধ্যে, প্রথম তালিকার শুনানি শেষ হয়েছে। দ্বিতীয় তালিকার শুনানি চলছে। আর এর মধ্যেই তৃতীয় তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। কমিশনের এই তালিকায় মোট ৩১১৫ জনের নাম রয়েছে। তাদের অভিযোগের শুনানি হতে চলেছে। আগামী ২৫ সে আগস্ট থেকে তৃতীয় পর্যায়ের শুনানি শুরু হবে বলে, জানা যাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সকাল ১০ টা ও দুপুর ১:৩০ দু’দফায় চলবে শুনানি। ২৫ সে আগস্ট থেকে শুরু করে ২৭ সে আগস্ট পর্যন্ত শুনানি চলবে। এরপর ৩১ সে আগস্ট থেকে শুরু করে ৩ রা সেপ্টেম্বর, এরপর ৬ ই সেপ্টেম্বর থেকে শুরু করে ১০ ই সেপ্টেম্বর পর্যন্ত শুনানি চলবে। প্রথম তালিকার শুনানি ১৭ ই আগস্ট শেষ হয়ে গেছে। দ্বিতীয় তালিকা শুনানি ২৪ সে আগস্ট পর্যন্ত চলবে দ্বিতীয় তালিকার শুনানি শেষ হলে, তৃতীয় তালিকার কাজ শুরু হবে।

স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে উচ্চ প্রাথমিকের প্রার্থী তালিকা প্রকাশ করা হলে, সে বিষয়ে অসঙ্গতির অভিযোগ করেছিলেন বহু চাকরিপ্রার্থী। এরপর এ বিষয়ে আদালতে মামলা শুরু হয়। আদালতের পক্ষ থেকে স্কুল সার্ভিস কমিশনকে জানানো হয়েছে, ইন্টারভিউ প্রক্রিয়া তারা করতে পারবে, কিন্তু এখনই কাউকে নিয়োগ করতে পারবে না। এ বিষয়ে স্থগিতাদেশ জারি করেছে আদালত। যে অভিযোগে মামলা চলছে আদালতে, তার পরিপ্রেক্ষিতে আদালতের পক্ষ থেকে এই নির্দেশ দেয়া হয়েছে স্কুল সার্ভিস কমিশনকে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!