এখন পড়ছেন
হোম > জাতীয় > আবার প্রবল গেরুয়া ঝড় এই রাজ্যে, একেবারে ধূলিস্যাৎ বিরোধী শিবির

আবার প্রবল গেরুয়া ঝড় এই রাজ্যে, একেবারে ধূলিস্যাৎ বিরোধী শিবির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর ক্রমশ যেন কোণঠাসা হয়ে পড়েছিল বিজেপি শিবির। এরপর উত্তরপ্রদেশে পঞ্চায়েত নির্বাচনেও পরাজয় হয়েছিল বিজেপির, উঠে দাঁড়িয়েছিল সমাজবাদী পার্টি। কিন্তু গতকাল উত্তরপ্রদেশে আবার দেখা গেল গেরুয়া ঝড়। যে ঝড়ে একেবারে পর্যুদস্ত হয়ে পড়েছে বিরোধী শিবির। গতকাল উত্তরপ্রদেশে জেলা পঞ্চায়েত প্রধান আসনের নির্বাচনের ফলাফল ঘোষণা হলো। যেখানে দেখা গেল মোট ৭৫ টি আসনের মধ্যে ৬৭ টি আসনে জয়লাভ করেছে বিজেপি। সমাজবাদী পার্টির হাতে গেছে মাত্র ৬ টি আসন। অন্যান্য দলের হাতে গেছে ২ টি আসন। দলের এই অভাবনীয় জয় যথেষ্ট উদ্বুদ্ধ করেছে বিজেপিকে, তুলনায় বিফল মনোরথ বিরোধী শিবির।

উত্তরপ্রদেশের মোট ৭৫ টি জেলার পঞ্চায়েত প্রধানের নির্বাচন ছিল। যার মধ্যে ২২ টি জেলার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন প্রার্থীরা। এই ২২ টি জেলার মধ্যে ২১ টি জেলার বিজেপির প্রার্থী, একটি জেলায় সমাজবাদী পার্টির প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। নির্বাচন অনুষ্ঠিত হয় বাকি জেলাগুলিকে নিয়ে। তবে, এটা ঠিক যে, এটি সরাসরি জনগণের ভোট ছিল না। পঞ্চায়েত সদস্যরাই ভোটদানে অংশগ্রহণ করেছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপির এই ফলাফল দলকে যথেষ্ট আত্মবিশ্বাসী করেছে। এ প্রসঙ্গে উত্তরপ্রদেশের বিজেপি সভাপতি স্বতন্ত্র দেব সিং জানালেন যে, ৭৫ টি আসনের মধ্যে ৬৭ টি আসনে জয়লাভ করেছে বিজেপি। আগামী ২০২২ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি জয় লাভ করবে। নির্বাচনে পরাজয়ের পর সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বিজেপির বিরুদ্ধে গণতান্ত্রিক উপায়ে জয়লাভের অভিযোগ করেছেন। এর পালটা জবাবে বিজেপি নেতা স্বতন্ত্র দেব সিং জানিয়েছেন, অখিলেশ যাদব যে গণতন্ত্রের দোহাই দিচ্ছেন, সেটা তাঁর শোভা পায় না।

তবে, বিরোধী শিবিরের দাবি, পঞ্চায়েত সদস্যদের মধ্যে ভোট ভাগা-ভাগির ফলে এই বিপুল জয় এসেছে বিজেপির। তাঁদের দাবি, উত্তরপ্রদেশে যথেষ্টভাবে বিজেপি বিরোধী হাওয়া রয়েছে, উত্তরপ্রদেশের বহু মানুষ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপরে সন্তুষ্ট নন। কিন্তু বিরোধীরা এই সুবিধা নিতে পারেননি। সার্বিকভাবে জোট বাঁধতে না পারার কারণে তাঁদের এই পরাজয় ঘটেছে।

প্রসঙ্গত, উত্তরপ্রদেশে বিরোধীরা যেভাবে বিজেপিকে বারবার নানা ইস্যুতে কটাক্ষ ও অভিযুক্ত করছেন, যেভাবে করোনার সংক্রমণ মোকাবিলায় ব্যর্থতা, নারী নির্যাতন, সংখ্যালঘু নির্যাতন নিয়ে অভিযোগ করে বিজেপিকে কোণঠাসা করতে শুরু করেছেন, সে দিক থেকে বিচার করলে পঞ্চায়েত প্রধান নির্বাচনের এই ফলাফল বিজেপিকে যথেষ্ট মাত্রায় অক্সিজেন দিয়েছে, বলেই বিশ্লেষকদের দাবি। আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দলের এই অভাবনীয় ফলাফল দলকে যে অনেকটাই উদ্বুদ্ধ করবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!