এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আবার প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রীর সাধের প্রকল্প, শোরগোল রাজনৈতিক মহলে

আবার প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রীর সাধের প্রকল্প, শোরগোল রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে স্বাস্থ্যসাথী প্রকল্পের ব্যাপক প্রচার চলছে রাজ্যজুড়ে। রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে যে, কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পের চেয়ে রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্প অনেক বেশি কার্যকরী। রাজ্য ছাড়াও রাজ্যের বাইরেও বেশ কিছু হাসপাতালে দেয়া হবে এই প্রকল্পের সুবিধা। এতে পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে চিকিৎসা পরিষেবা মিলবে। কিন্তু, স্বাস্থ্য সাথীর কার্ড থাকা সত্ত্বেও বেশ কয়েকবার চিকিৎসা পরিষেবা না পেয়ে ফিরে যেতে হয়েছে রোগীকে। আবার এমন একটি ঘটনা ঘটলো কলকাতায়। চিকিৎসা না পেয়ে ফিরে গেলেন রোগী।

কিছুদিন আগে বাইক দুর্ঘটনায় আহত হন আরামবাগের বাসিন্দা আলাউদ্দিন খান। ৫২ বছর বয়স্ক আলাউদ্দিন খানকে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে আসেন তার পরিবার। তাঁদের সঙ্গে স্বাস্থ্য সাথীর কার্ড ছিল। গত মাসে দুয়ারে সরকার প্রকল্পের দ্বারা তাঁরা এই কার্ড পেয়েছেন তাঁরা। কিন্তু স্বাস্থ্য সাথীর কার্ড থাকার পরেও হাসপাতাল থেকে তাঁদের ফিরিয়ে দেয়া হয়েছে, বলে অভিযোগ উঠেছে। হাসপাতালে পক্ষ থেকে জানানো হয়েছে যে, স্বাস্থ্য সাথী কার্ড এর পরিষেবা এই হাসপাতালে নেই। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলাউদ্দিন খানের পরিবারের বচসা বাধে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বাইক দূর্ঘটনায় শরীরের দুটি হাড় ভেঙে গিয়েছে আলাউদ্দিন খানের। আরামবাগের বাসিন্দা আলাউদ্দিন খানকে প্রথমে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু সেখানে উপযুক্ত চিকিৎসা পরিষেবার বন্দোবস্ত নেই। এ কারণে তাঁকে রেফার করা হয়েছিল কলকাতার একটি হাসপাতালে। কলকাতার হাসপাতাল থেকে জানানো হয়েছে যে, আলাউদ্দিন খানের স্বাস্থ্য সাথী কার্ডটি বৈধ নয়। এ কারণে তাঁকে আবার আরামবাগে ফিরিয়ে আনা হয়েছে। সম্প্রতি তিনি আরামবাগের একটি নার্সিংহোমে ভর্তি রয়েছেন। তবে জানা গেছে, এখানে পর্যাপ্ত পরিকাঠামো নেই, তাই উপযুক্ত চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত আলাউদ্দিন খান। তাঁর শারীরিক অবস্থা কপালে ভাজ ফেলেছে তাঁর পরিবারের সদস্যদের।

আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্য সরকার স্বাস্থ্য সাথী কার্ডকে ট্রামকার্ড হিসেবে ব্যবহার করতে চাইছে, এমনটাই মনে করছেন একাধিক রাজনৈতিক বিশ্লেষক। কিন্তু বারবার মুখ্যমন্ত্রীর সাধের স্বাস্থ্য সাথীর কার্ড ফিরিয়ে দেওয়ার কারণে, এ বিষয় নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। স্বাস্থ্য সাথী প্রকল্পে বরাদ্দ বাড়িয়ে দেওয়া, মুখ্যমন্ত্রীর বিশেষ হুঁশিয়ারি, তারপরেও এই ঘটনা ঘটায় প্রশ্নের মুখে পড়ে গিয়েছে মুখ্যমন্ত্রীর এই প্রকল্প। বিরোধীদের পক্ষ থেকে একাধিকবার অভিযোগ করা হয়েছে যে, শুধুমাত্র ভোট বৈতরণী পার করার উদ্দেশ্যেই আনা হয়েছে স্বাস্থ্য সাথী প্রকল্প। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য স্বাস্থ্য সাথী প্রকল্পকে ভোট সাথী বলেও ইতিপূর্বে কটাক্ষ করেছিলেন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!