এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আবার পুলিশের বিরুদ্ধে সরব হলেন রাজ্যপাল

আবার পুলিশের বিরুদ্ধে সরব হলেন রাজ্যপাল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আবার পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ভাবে সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনকর। ইতিপূর্বে রাজ্যের আইন ব্যবস্থা, শাসন ব্যবস্থা, পুলিশি ব্যবস্থা নিয়ে একাধিকবার একাধিক অভিযোগ তুলেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। রাজ্যের পুলিশ নিরপেক্ষভাবে কাজ করেনা। রাজ্যের পুলিশ শাসকদল তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। এমন অভিযোগ রাজ্যপাল ইতিপূর্বে একাধিকবার তুলেছেন। এবার রাজ্যপাল জগদীপ ধনকর উত্তর ২৪ পরগনা জেলার ভাটপাড়া নৈহাটি সমবায় ব্যাঙ্কে দুর্নীতির অভিযোগে পুলিশের ভূমিকা নিয়ে সরব হলেন।

প্রসঙ্গত, শাসকদল তৃণমূলে থাকাকালীন ২০১০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত তৃণমূল পরিচালিত ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যানের পদে ছিলেন আধুনা বিজেপি সাংসদ অর্জুন সিং। সেসময় ভাটপাড়া নৈহাটি সমবায় ব্যাংকে দুর্নীতির অভিযোগ উঠেছিল। অভিযোগ উঠেছিল ভুয়ো কম্পানির নামে বিপুল টাকা আত্মসাৎ করা হয়েছে। কোটি কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগ পর্যন্ত উঠেছিল। মোট ১৪ টি মামলা দায়ের করা হয়েছিল এর বিরুদ্ধে। এই অভিযোগে অর্জুন সিং এর ভাইপো পাপ্পু সিং সহ ৫ জন অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর অভিযোগকারীরা মামলা তুলে নিলে মুক্ত হন ৫ জন অভিযুক্ত। সম্প্রতি এই ৫ জন অভিযুক্তকে পুলিশ থানায় তলব করে। প্রসঙ্গত, ভাটপাড়া নৈহাটি সমবায় ব্যাঙ্কে দুর্নীতির তদন্ত করছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। এবার এই ঘটনার ৫ জন অভিযুক্তকে থানায় ডেকে পাঠানোর বিষয় নিয়ে সরব হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর।

ভাটপাড়া নৈহাটি সমবায় ব্যাংকের দুর্নীতির অভিযোগে পুলিশের তদন্ত নিয়ে সরব হয়েছেন রাজ্যপাল। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আইনের বাইরে গিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। রাজ্যের শাসকদল তৃণমূল এ বিষয়ে সমর্থন জানিয়েছে পুলিশকে। রাজ্যপালের বিরুদ্ধে পাল্টা অবস্থান গ্রহণ করেছেন রাজ্যের শাসক দল তৃণমূল।

বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে আদালতের সিদ্বান্তকেও এখন চ্যালেঞ্জ করছে পুলিশ। ইতিপূর্বে রাজ্যপাল জগদীপ ধনকর রাজ্যের আইন ব্যবস্থা, শাসন ব্যবস্থা, পুলিশি ব্যবস্থা নিয়ে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছেন। রাজ্যপাল জগদীপ ধনকর একবার রাজ্য পুলিশের ডিজি দায়িত্বজ্ঞানহীন বলে কটাক্ষ করেছিলেন। সবকিছু নিয়েই সংঘাত তীব্র রাজ্য বনাম রাজ্যপালের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!