এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > আবার পুলিশের বিরুদ্ধে বেলাগাম দিলীপ ঘোষ, জেনে নিন এবার কি বিস্ফোরণ ঘটালেন তিনি

আবার পুলিশের বিরুদ্ধে বেলাগাম দিলীপ ঘোষ, জেনে নিন এবার কি বিস্ফোরণ ঘটালেন তিনি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাঁর ক্ষুরধার বক্তব্যের জন্য যথেষ্ট প্রসিদ্ধ। বারবার বিতর্কিত বক্তব্য করে তিনি মিডিয়ার স্পটলাইটের আলোয় উঠে এসেছেন। তাঁর বিভিন্ন বিতর্কিত বক্তব্য নিয়ে বহুবার প্রতিবাদ হয়েছে। বহুবার তাঁকে সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। কিন্তু নিজের বক্তব্য থেকে তিনি কোনোভাবেই পিছপা হন নি। আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্য সরকারের বিরুদ্ধে বারবার বিরূপ মন্তব্য ও সমলোচনা করতে দেখা যাচ্ছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিকে। সম্প্রতি রাজ্য পুলিশের বিরুদ্ধেও বিষেদাগার করছে রাজ্য বিজেপি।

অল্প কিছুদিন আগেই চা চক্রে দিলীপ ঘোষ পুলিশ সম্পর্কে বিতর্কিত একটি মন্তব্য করে বলেন, ” আমরা ক্ষমতায় এলে পুলিশদের এমন জায়গায় পাঠাব, ওঁরা পরিবারের মুখ পর্যন্ত দেখতে পারবে না। উল্লেখ্য, বিজেপি বরাবরই অভিযোগ করে আসছে যে, পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে। ওঁদের শুধু উর্দিটাই খাকি, বাকি সবকিছুই নীল সাদা।” শাসক দল তৃণমূলের বিরুদ্ধে বারবার নানা বিরূপ সমালোচনা করেছেন বিজেপির রাজ্য সভাপতি। এ বিষয়ে তৃণমূল দলের মতামত, ” দিলীপ বাবু অসুস্থ মানুষ। আর সেই কারণেই উনি এসব আজেবাজে বকছেন।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি পুলিশকে নিয়ে আবার বিরাট বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবার পুলিশের বাড়ির অন্দরমহলকেও তিনি নিশান করেন। পুলিশের বিরুদ্ধে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বিষোদগার করে বললেন, ” রাজ্যের ওসি, আইসি এরা সবথেকে বড় চামচা। এরা অমেরুদণ্ডী প্রাণী। এদের যা অবস্থা, এদের বৌও এদের দেখা খিলখিল করে হাসে। এদের বউরা বলে, আজকে আমার শাড়ি পড়ে যেও, উর্দি পরতে হবে না।” পুলিশে বিরুদ্ধে এমন মন্তব্যের পরেই পুলিশদের নিজেদের চাকরি ছেড়ে দিয়ে সবজি বিক্রি করার নিদান দিলেন তিনি।

এরপর পুলিশের বিরুদ্ধে পুনরায় তাঁকে বলতে শোনা গেল, পুলিশ যদি তাদের চাকরি ত্যাগ করে সবজি বিক্রি করতে শুরু করে, তবে তাদের সন্তানেরা অন্তত গর্ব করে বলতে পারবে যে, তাদের বাবা ভালো কাজ করেছেন। এ প্রসঙ্গে তিনি আরো বলেন,
” আজ আমি এই কথা সবার সামনে দাঁড়িয়ে বলছি। কোনও বাপের ব্যাটা পুলিশ যদি থাকে, তাহলে আমার এই মন্তব্যের প্রতিবাদ করে দেখাক।”

পুলিশের বিরুদ্ধে এরকম বিরূপ মন্তব্যের পাশাপাশি পুলিশের বিরুদ্ধে করুণা প্রকাশ করতেও দেখা গেল তাঁকে। এ বিষয়ে তিনি বললেন যে, পুলিশদের দেখে তিনি যেমন দুঃখ পান, তেমনি পান লজ্জা। এ কারণেই পুলিশদের চাকরি ছেড়ে দিয়ে সবজি বিক্রি করার পরামর্শ তাঁর।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!