এখন পড়ছেন
হোম > রাজ্য > আবার রাজ্যে পরিবর্তিত হয়ে গেল লকডাউনের দিন! জেনে নিন রাজ্য সরকারের দেওয়া নতুন তালিকা

আবার রাজ্যে পরিবর্তিত হয়ে গেল লকডাউনের দিন! জেনে নিন রাজ্য সরকারের দেওয়া নতুন তালিকা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের করোনা পরিস্থিতি যে এই মুহূর্তে চূড়ান্ত ভয়ঙ্কর, সে কথা এক বাক্যে মেনে নিচ্ছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যে রাজ্যে ব্যাপকহারে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। শুধু তাই নয়, তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে মৃত্যুর সংখ্যাও। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কদিন আগেই সাপ্তাহিক লকডাউন ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন। কড়াকড়ির জেরে পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

আগস্ট মাসের বেশ কয়েকটি দিন বেছে নিয়ে লকডাউন করার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। গত মাসেও ঠিক এভাবেই লকডাউন পালন হয়েছে রাজ্যে। তবে এ মাসে লকডাউন এর তারিখ ঘোষণা হওয়ার পর বারেবারে তা পরিবর্তন হয়েছে। অন্যদিকে গত 5 ই আগস্ট লকডাউন হওয়া নিয়ে রাজ্য প্রশাসনের সঙ্গে বিরোধী দল বিজেপির রাজনৈতিক দ্বন্দ্ব তুঙ্গে উঠেছে। এবার আবার লকডাউন এর দিন পরিবর্তন হতে চলেছে। নবান্ন সূত্রে জানা গেছে, আগামী 28 শে আগস্ট কোন লকডাউন হচ্ছেনা রাজ্যে।

কারণ হিসেবে জানা গেছে, শুক্রবার 28 আগস্ট যদি লকডাউন হয়, তাহলে পরপর 5 দিন ব্যাংক বন্ধ থাকবে। আর পরপর 5 দিন যদি ব্যাংক বন্ধ থাকে, তাহলে সাধারণ মানুষের হয়রানি বাড়বে বলে মনে করছে রাজ্য সরকার। এ মাসের 5 ও 8 তারিখে ইতিমধ্যে লকডাউন পালন হয়ে গেছে। সামনে রয়েছে 20, 21, 27 ও 31 আগস্ট। 28 শে আগস্ট লকডাউনের তালিকায় থাকলেও সেটি এবার পরিবর্তন করা হলো। আপাতত জানা যাচ্ছে, রাজ্যে চারদিন লকডাউন করা হবে এই মাসে। এ মাসের প্রথমে রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয় সাত দিনের লকডাউন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই সাত দিনের লকডাউন ঘোষণার পরেও দুবার পরিবর্তন করা হয়। যার মধ্যে 16, 17, 23 এবং 24 তারিখ টি বাদ যায়। সে জায়গায় যুক্ত হয় 20, 21, 27 ও 28 তারিখগুলি। বিরোধীরা অবশ্য প্রথম থেকেই লকডাউনের দিন বারেবারে পরিবর্তন করা নিয়ে রাজ্য সরকারের কড়া সমালোচনা করে চলেছে। অনেকেই রাজ্য প্রশাসনকে কটাক্ষ করে লকডাউন নিয়ে ছেলেখেলা চলছে বলেও মন্তব্য করেছেন। এই অবস্থায় নতুন করে আবার লকডাউনের দিন পরিবর্তন হওয়ায় জল্পনা তুঙ্গে উঠবে সেকথা এক বাক্যে মেনে নিচ্ছেন বিশেষজ্ঞরা।

অন্যদিকে 28 তারিখ শুক্রবার লকডাউন তালিকা থেকে বাদ হয়ে যাওয়ায় খুব স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের ধর্ম নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলবে বিরোধীরা, বিশেষ করে গেরুয়া শিবির বলে মনে করছেন রাজনৈতিক দলের একাংশ। গেরিয়া শিবির থেকে রাজ্যের লকডাউন করা নিয়ে এর আগেও বাঁকা মন্তব্য করা হয়েছে। তবে বারবার লকডাউনের দিন পরিবর্তন করায় সাধারণ মানুষও যে তিতিবিরক্ত হয়ে উঠছেন সে খবরও আসছে বিভিন্ন মহল থেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!