এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আবার রাজ্যের মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, দাবি তৃণমূল সাংসদের

আবার রাজ্যের মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, দাবি তৃণমূল সাংসদের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শাসক দল তৃণমূলে চলছে ভাঙ্গনের পালা। একের পর এক নেতা, বিধায়ক দল ছাড়তে শুরু করেছেন। আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শাসক দলের এই অবস্থা, অস্বস্তিতে ফেলে দিচ্ছে দলের শীর্ষ নেতৃত্বকে। এই পরিস্থিতিতে এক সাংবাদিক সম্মেলনে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার জানালেন যে, রাজ্যের মানুষ এখনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন। তিনি দাবি করেছেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা দেখে অত্যন্ত ভীত বিজেপি। তাঁর দাবি, বিজেপি যত আক্রমণ করবে, তৃণমূল ততই শক্তিশালী হবে।

আজকের এই সাংবাদিক সম্মেলনে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার জানালেন যে, পিএম কেয়ার্সের টাকা কোথায় রয়েছে? ক্যাগ তার তদন্ত করে দেখুক। তিনি দাবি করেছেন যে, মুখ্যমন্ত্রী কোন ভয় পান না। ৩৫ বছর ধরে হার্মাদদের বিরুদ্ধে লড়ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন, বিজেপি যদি ভয় দেখাবার কৌশল নিয়ে থাকে, তবে তা হবে বিজেপির ভুল ভাবনা।

সাংসদ কাকলি ঘোষ দস্তিদার জানিয়েছেন যে, তৃণমূল থেকে নেতাদের ধার করছে বিজেপি। তৃণমূল নেতাদেরকে ভয় দেখিয়ে দলবদল করাচ্ছে বিজেপি। তিনি জানিয়েছেন যে, তৃণমূল দলের অনেক ব্যভিচারী, অবৈধভাবে অর্থ উপার্জনকারীরা দল ছেড়ে দিচ্ছেন। তাঁর দাবি, তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছেন যারা, তাঁদের বাংলার মানুষ প্রত্যাখ্যান করবেন। তিনি অভিযোগ করেছেন যে, বিজেপি পশ্চিমবঙ্গের ইতিহাস, সংস্কৃতি কিছুই জানে না। আবার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সাংসদ কাকলি ঘোষ দস্তিদার জানিয়েছেন যে, কৃষকদের ওপর কেন্দ্রীয় সরকার যে আঘাত করছে, তার তীব্র প্রতিবাদ জানাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল। তিনি দাবি করেছেন যে, রাজ্যের মানুষ কখনোই বেইমানদের পছন্দ করেনা। টেবিলের তলায় কি হচ্ছে? তা রাজ্যবাসী ভালো করে বুঝতে পারেন। তাঁর কথায়, ” বেইমানি করাটা অধর্ম, বাংলার মানুষ ভাল ভাবে নেবেন না। ”

আবার, আজ এক সাংবাদিক সম্মেলন করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। যেখানে বিজেপি নেতা মুকুল রায় জানালেন যে, পশ্চিমবঙ্গে ১৩৯ জন বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। পশ্চিমবঙ্গে কোন গণতন্ত্র নেই। তৃণমূলে রাজ্যজুড়ে দল ত্যাগের হিড়িক চলছে। যারা তৃণমূল সরকারের পতন চাইছেন, তারা যোগ দিচ্ছেন বিজেপিতে। তিনি দাবি করেছেন যে, যত দিন এগোতে থাকবে, তত যোগদান বাড়বে বিজেপিতে। তিনি আরো অভিযোগ করেছেন যে, পশ্চিমবঙ্গে কোন আইনের শাসন নেই। পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসনের দাবি করেছেন তিনি। তিনি জানিয়েছেন রাজ্যতে সুষ্ঠু ও অবাধে ভোটের জন্য কেন্দ্রীয় শাসনের প্রয়োজন আছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!