এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আবার ভাঙ্গন তৃণমূলে, দল ছাড়লেন দাপুটে নেত্রী

আবার ভাঙ্গন তৃণমূলে, দল ছাড়লেন দাপুটে নেত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের শাসক দল তৃণমূলে বারবার ভাঙ্গনের চিত্র ফুটে উঠেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন রাজ্যের প্রাক্তন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী, জনৈক তৃণমূল সাংসদ, বেশকিছু তৃণমূল বিধায়ক, গুরুত্বপূর্ণ পদাধিকারী। এরপর থেকেই তৃণমূলে বারবার ভাঙ্গন ঘটতে দেখা যাচ্ছে। শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের ঘটনাটিকে তৃণমূল বারবার ছোট ঘটনা হিসেবে দেখাতে চাইলেও, তিনি দল ছাড়ার পর থেকেই দলের ভাঙ্গন আরো তীব্র হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে তৃণমূল দল ছাড়লেন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভানেত্রী অন্বেষা জানা।

প্রসঙ্গত, তৃণমূল ছেড়ে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরই তাঁকে বারবার বিশ্বাসঘাতক, মীরজাফর ইত্যাদি বলে কটাক্ষ করেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। কিছুদিন আগেই কাঁথির সভা থেকে শুভেন্দু অধিকারীকে একাধিকবার মীরজাফর বলে কটাক্ষ করেছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। এমনকি, পূর্ব মেদিনীপুরকে বিশ্বাসঘাতকের জেলা পর্যন্ত বলেছিলেন তিনি। আজ তার প্রতিবাদ জানিয়েই তৃণমূল দল ছেড়ে দিলেন ছাত্র পরিষদের সভানেত্রী অন্বেষা জানা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভানেত্রী অন্বেষা জানা জানালেন যে, তৃণমূল নেতৃত্ব পূর্ব মেদিনীপুর জেলাকে বিশ্বাসঘাতকের জেলা বলায়, তিনি অত্যন্ত আঘাত পেয়েছেন। পূর্ব মেদিনীপুর জেলার মেয়ে হয়ে, এ কথা তিনি কিছুতেই মেনে নিতে পারেননি। এ কারণে দলের প্রতি ক্ষুব্ধ হয়ে তৃণমূল ছেড়ে দিয়েছেন তিনি। তিনি জানালেন যে, শুভেন্দু অধিকারীকে তিনি তাঁর রাজনৈতিক গুরু বলে মনে করেন। তাঁর আদর্শই ভবিষ্যতে চলতে চান তিনি।

তবে, তিনি বিজেপিতে যোগ দেবেন কিনা? তা এখনও তিনি স্পষ্ট করে জানান নি তিনি। কিন্তু, তিনি তাঁর বিজেপিতে যোগদানের সম্ভাবনার কথা ইঙ্গিত করেছেন শুভেন্দু অধিকারীকে তাঁর রাজনৈতিক গুরু বলে ও ভবিষ্যতে তাঁর আদর্শে চলার কথা জানিয়ে দিয়ে। যা নিঃসন্দেহে বড় ঝটকা তৃণমূলের কাছে। আজ তিনি তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে চিঠি দিয়ে তাঁর দলত্যাগের বিষয়ে জানিয়েছেন।

অন্যদিকে, শাসক দল তৃণমূলকে চ্যালেঞ্জ করে শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে, তৃণমূল সাংসদেরা বলেছেন মেদিনীপুরে বিশ্বাসঘাতকেরা জন্মায়। কিন্তু তিনি জানাচ্ছেন যে, মেদিনীপুরে বর্ণপরিচয়ের স্রষ্টা বিদ্যাসাগরের জন্ম হয়, মেদিনীপুরের ক্ষুদিরামের, মাতঙ্গিনী হাজরার জন্ম হয়। তৃণমূলকে তিনি মেদিনীপুরে ৩৫ টি আসনেই পরাজিত করার হুঁশিয়ারি দিয়েছেন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!