এখন পড়ছেন
হোম > জাতীয় > আবার ত্রিপুরায় গ্রেফতার একাধিক তৃণমূল নেতা-কর্মী, ছাড়িয়ে আনতে ত্রিপুরা গেলেন রাজ্যের মন্ত্রী

আবার ত্রিপুরায় গ্রেফতার একাধিক তৃণমূল নেতা-কর্মী, ছাড়িয়ে আনতে ত্রিপুরা গেলেন রাজ্যের মন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি,১৪ জন তৃণমূল নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল ত্রিপুরাতে। তার প্রতিবাদে ত্রিপুরা রওনা দিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ত্রিপুরা গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু, তৃণমূল নেত্রী দোলা সেন ও তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ। থানায় দীর্ঘ সময় ধরে ধর্ণা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অবশেষে রবিবার বিকেলে জামিন পাওয়ার পর তাদেরকে নিয়ে রাজ্যে ফিরে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর পর আবার কয়েকজন তৃণমূল নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা যাচ্ছে, গত সোমবার রাতে ত্রিপুরাতে তৃণমূলের ৫ জন নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। কি কারণে তাঁদের হঠাৎ করে গ্রেফতার করা হলো? তা এখনো স্পষ্ট নয়। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, গত শনিবার ত্রিপুরার ডলুবাড়ি থেকে আমবাসার দিকে হামলা হয়েছিল। তার সঙ্গে জড়িত থাকার অভিযোগ দেখিয়ে এই ৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ত্রিপুরা পুলিশ। আগামীকাল আদালতে তোলা হয়েছিল তাঁদেরকে। আদালত তাঁদের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ত্রিপুরার পাঁচ তৃণমূল কর্মীর মুক্তির দাবিতে আজ ত্রিপুরা রওনা দিলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। ত্রিপুরায় যার কাছে ছিলেন দেবাংশু ভট্টাচার্য সহ অন্যান্য যুব তৃণমূল নেতারা, সেই উত্তম কলুইকেও গ্রেফতার করেছে পুলিশ। তাঁকেও রাখা হয়েছে পুলিশের হেফাজতে। আজ তাঁদেরকে মুক্ত করতেই ত্রিপুরা রওনা দিলেন আইনমন্ত্রী মলয় ঘটক।

এদিকে, পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ৬ জন তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে ত্রিপুরা পুলিশ। অভিযোগ করা হয়েছে যে, থানায় বসে পুলিশের কাছে যেমন তাঁরা বাধা দিয়েছেন। তেমনি তৃণমূলের নেতাদের আদালতে নিয়ে যাবার সময়েও তাঁরা বাধা দিয়েছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!