এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > আবার ট্যুইট বোমা রাজ্যপাল ধনকরের! এবার কোন ‘অস্ত্রে’ ঘুম ওড়ালেন মুখ্যমন্ত্রী মমতার?

আবার ট্যুইট বোমা রাজ্যপাল ধনকরের! এবার কোন ‘অস্ত্রে’ ঘুম ওড়ালেন মুখ্যমন্ত্রী মমতার?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের অম্ল মধুর সম্পর্ক বিরাজিত। রাজ্য সরকারের বহু বিষয় নিয়ে বারবার সরব হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর। মূলত রাজ্যের সাংবিধানিক প্রধানের দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি একাধিকবার রাজ্য সরকারের সমালোচনা করেছেন। কখনো সমালোচনা করেছেন রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে, কখনও বা রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও তিনি রাজ্য সরকারকে অভিযোগের কাঠগড়ায় তুলেছেন।

আজ মঙ্গলবার তিনি পুনরায় রাজ্য সরকারের বিরোধিতায় সরব হলেন। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তিনি অভিযোগ করলেন, রাজ্যের পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করতে পারছেনা। মুখ্যমন্ত্রী আষ্টে-পিষ্টে বেঁধে রেখেছেন রাজ্যের পুলিশ প্রশাসনকে। ইতিপূর্বে রাজ্যপাল রাজ্যের আইন শৃংখলার অবনতি নিয়ে রাজ্য সরকারেকে অভিযুক্ত করে বেশ কয়েকবার টুইট করেছিলেন। ইতিপূর্বে তিনি জানিয়ে ছিলেন, এ রাজ্যের পুলিশরা মোটেই নিরপেক্ষ নয়। তারা তৃণমূলের দলীয় কর্মীদের মতো কাজ করেছেন। এর সঙ্গে সঙ্গেই তিনি শিক্ষা ক্ষেত্রের অস্বচ্ছতা নিয়ে রাজ্যসরকার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে তিনি জানিয়েছিলেন, রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর নির্দেশ মেনেই কাজ করে থাকেন। ইতিপূর্বে করোনা চিকিৎসায় ব্যবহৃত সরঞ্জাম ক্রয়ের খরচের বেনিয়ম নিয়ে তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে বিষেদাগার করেছিলেন। যদিও রাজ্য সরকারের করোনার সরঞ্জাম ক্রয় বিষয়ে তদন্তে নিয়োজিত তদন্ত কমিশন এ বিষয়ে রাজ্যে সরকারকে ক্লিনচিট দিয়েছে। সম্প্রতি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে বিজেপি সবচেয়ে বড় দালাল বলে মন্তব্য করেছেন। এই আবহেই রাজ্য সরকারের বিরুদ্ধে পুনরায় বিষেদাগার করে টুইট করলেন রাজ্যপাল।

আজ মঙ্গলবার রাজ্য সরকারেকে অভিযোগের কাঠগড়ায় তুলে বেশ কয়েকটি টুইট করলেন রাজ্যপাল। টুইট করে তিনি লিখলেন, ” আমাদের রাজ্যের বেশিরভাগ পুলিশ আধিকারিক যথেষ্ট প্রতিভাবান। তবে তা সত্ত্বেও তাঁরা সঠিকভাবে কাজ করতে পারছেন না।” রাজ্যপাল অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতাকালে এ রাজ্যের পুলিশদের নিজেদের ইচ্ছেমতো কাজ করার স্বাধীনতা নেই। পুলিস আধিকারিকের সর্বদা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন, তাই মেরুদন্ড সোজা করে তৎপর ভাবে নিজেদের কার্য সম্পাদন করতে পারছেন না। এভাবে টুইটারে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যপাল জাগদীপ ধনকার তবে এ বিষয়ে তবে তাঁর টুইটের এখনো পর্যন্ত কোনো পাল্টা প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি রাজ্য শাসকদলের কোন নেতৃত্বকে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!