এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আবার ভাঙন তৃণমূলে, দল ছাড়ছেন বিদায়ী তারকা বিধায়ক, জল্পনা তুঙ্গে

আবার ভাঙন তৃণমূলে, দল ছাড়ছেন বিদায়ী তারকা বিধায়ক, জল্পনা তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচন নিয়ে যখন তোড়জোড় শুরু হয়েছে জোর কদমে, ঠিক সেইসময় তৃণমূল শিবির থেকে হঠাৎই এক বিধায়ক পুরোপুরি দূরে সরে যান। এমনকি তৃণমূলের সভাতেও তাঁকে দেখা যায়না। যথারীতি এই বিতর্ক ক্রমশ বাড়তে থাকে এবং বিতর্ক তুঙ্গে ওঠে যখন দেখা যায় তৃণমূল সুপ্রীমো যে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন, সেখানে রায়দিঘীর বিদায়ী বিধায়ককে এবারের প্রার্থী তালিকায় জায়গা দেওয়া হয়নি।

আর এরপরেই রায়দিঘির বিধায়ক দেবশ্রী রায়ের তৃণমূল শিবির ছাড়া যে সময়ের অপেক্ষা তা আকারে-ইঙ্গিতে বলেছিলেন রাজনৈতিক মহলের প্রায় সবাই। আর সেই অনুমানই এবার সত্যি হল। রায়দিঘির বিদায়ী বিধায়ক দেবশ্রী রায় তৃণমূল থেকে বেরোনোর কথা ঘোষণা করলেন। জানা গিয়েছে, ইতিমধ্যে তিনি তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে চিঠি দিয়ে তাঁর দল ছাড়ার কারণ ব্যক্ত করেছেন এবং সিদ্ধান্ত জানিয়েছেন। সূত্রের খবর, তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে এদিন চিঠি দিয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিধায়ক দেবশ্রী রায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁর দাবি, তিনি কোনো রকম সম্মান পাননি দলে। দল শুধু তাঁকে ব্যবহার করেছে। খুব স্বাভাবিকভাবেই দেবশ্রী রায়ের তৃণমূল ছাড়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট যখন বাংলার দরজায় কড়া নাড়ছে, ঠিক সেসময় রায়গঞ্জের বিধায়ক দেবশ্রী রায়ের তৃণমূল ছেড়ে দেওয়া কতটা তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে তা নিয়ে অবশ্য বিতর্ক শুরু হয়েছে ইতিমধ্যেই। নানাজনে নানা কথা বলতে শুরু করেছেন।

অনেকেই বলছেন, দেবশ্রী রায় দীর্ঘদিন ধরেই তৃণমূল শিবিরে নিষ্ক্রিয় হয়ে রয়েছেন। তাই তৃণমূল ছাড়লেও তাতে দলের ওপর কোনো প্রভাব পড়বে না। মাঝে অবশ্য দেবশ্রী বিজেপিতেও যোগ দিতে পৌঁছে গিয়েছিলেন শোভন বৈশাখীর পেছন পেছন। সেসময় অবশ্য শোভন-বৈশাখীর আপতিতে তাঁর বিজেপি যোগদান সম্ভব হয়নি। সেক্ষেত্রে শোভন-বৈশাখীর গতকাল বিজেপি ছাড়ার পর দেবশ্রী রায়ের আজকে তৃণমূল ছেড়ে দেওয়া কি অন্যকিছুর ইঙ্গিত দিচ্ছে?

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!