এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আবারও বাজিমাত পিকের, ১০০০০ যুব-যুবতী একদিনে যোগ দিলেন তৃণমূলে

আবারও বাজিমাত পিকের, ১০০০০ যুব-যুবতী একদিনে যোগ দিলেন তৃণমূলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পিকের চালে আবার অন্যদের টেক্কা দিল তৃণমূল কংগ্রেস। ভোট কুশলী প্রশান্ত কিশোর প্রায় ১০০০০ যুবক -যুবতীকে আনলেন শাসকদল তৃণমূলে। বাংলার যুবসমাজকে তৃণমূল মুখী করতে বেশ কিছুদিন আগেই তিনি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে ‘ ইয়ুথ ইন পলিটিক্স ‘ নামে একটি বিশেষ কর্মসূচি ঘোষণা করেছিলেন। তাঁর এই বিশেষ কর্মসূচিটি ব্যাপক জনপ্রিয়ও হয়েছিল। ৪ লক্ষেরও বেশি যুবক-যুবতী এই কর্মসূচির মাধ্যমে বাংলার রাজনীতিতে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছিলেন। এবার তাঁদের মধ্য থেকেই একটা উল্লেখযোগ্য অংশকে তৃণমূল ভুক্ত করতে সক্ষম হলেন প্রশান্ত কিশোর।

প্রসঙ্গত, এ রাজ্যে তরুণ প্রজন্মকে বামপন্থী করতে বেশ কিছু চেষ্টা করতে দেখা গিয়েছিল বামপন্থী দল সংগঠন সিপিএমকে। তবে, বামপন্থী সংগঠনে প্রবীণ সদস্যদের সংখ্যার বাহুল্য তাদের এই কাজে তেমন সাফল্য জোগাতে পারেনি। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিও তরুণদের দল্ভুক্তের চেষ্টারও তেমন একটা সফলতা পায়নি। সেদিক থেকে কাল রাজ্যজুড়ে প্রায় ১০০০০ যুবক-যুবতীকে তৃণমূল দলে শামিল করতে সক্ষম হলেন পিকে

গতকাল রবিবার সমগ্র পশ্চিমবঙ্গের চৌদ্দটি জেলাতে চলল এই যোগ দান পর্ব। প্রসঙ্গত, পিকের ‘ইয়ুথ ইন পলিটিক্স’ কর্মসূচিতে যোগদানকারীদের মধ্যে থেকে তাদের আবেদনের ভিত্তিতে এই ১০০০০ যুবক-যুবতীকে তৃণমূল ভুক্ত করা হলো। রাজধানী কলকাতা সহ বাংলার অন্যান্য বহু জেলাতে চললো যোগদান পর্ব গতকাল। গতকাল তৃণমূলের এই তরুণ-যুবা সদস্যদের সঙ্গে কথা বলতে দেখা গেল তৃণমূল দলের বিভিন্ন শীর্ষ নেতাদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দলের নবাগত তরুণ সদস্যদের উদ্বুদ্ধ করতে তাদের সামনে তুলে ধরা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সংগ্রামের বিস্তিত ইতিহাস। গতকাল ভবানীপুরে নবাগত তরুণ-যুবা সদস্যদের হাতে তৃণমূল দলের পতাকা তুলে দিলেন তৃণমূলের বিশিষ্ট নেতা দেবাশীষ কুমার চট্টোপাধ্যায় ও বৈশ্বানর চট্টোপাধ্যায় ।ভবানীপুরে তৃণমূল এদিন যোগদান করলেন ২০০ জন যুবা ।

অন্যদিকে উত্তর ২৪ পরগনা জেলায় দমদম পুরো অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হলো যোগদান পর্ব। সেখানে ৪০০ জন যুব সদস্য তৃণমূলে যোগ দিলেন। এখানে তৃণমূল আন্দোলনের ইতিহাস তরুণ প্রজন্মকে শোনালেন তৃণমূল সাংসদ সৌগত রায় ও খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক প্রমুখরা।

অন্যদিকে দক্ষিণ২৪ পরগনা জেলার বারুইপুরে এদিন ৮00 জন যুবক তৃণমূলে যোগদান করলেন। আর এই কাজে নেতৃত্ব দিয়েছিলেন বারুইপুর যুব তৃণমূল জেলা সভাপতি সুভাষ চক্রবর্তী। আবার হাওড়া জেলার বাট্রাতে প্রায় ৫০০ জন তরুন তরুনী তৃণমূলে যোগদান করলেন। আর তাদের হাতে তৃণমূল দলের পতাকা তুলে দিলেন হাওড়া তৃণমূল জেলা সভাপতির লক্ষ্মীরতন শুক্লা।

অনুরূপভাবে তৃণমূলে যোগদান পর্ব চলল হুগলি জেলাতেও। হুগলি জেলার চুঁচুড়ায় ১০০ জনেরও বেশি তরুণ যোগ এদিন দিলেন তৃণমূলে। তাদেরকে তৃণমূল দলের স্বাগত জানালেন হুগলি জেলা তৃণমূল সভাপতি দিলীপ যাদব। উত্তরও দক্ষিণ বঙ্গের অন্যান্য বিভিন্ন জেলাতে যোগদান পর্ব দেখা গেল।

তৃণমূল দলের নবাগত যুব সদস্যদের উদ্দেশ্যে তৃণমূল দলের পক্ষ থেকে জানানো হলো , রাজনীতির মূল উদ্দেশ্যই হলো মানুষের সেবা করা, অর্থের লোভ বা পদের লোভ রাজনীতির অঙ্গ নয়। তাদের আরো বলা হলো, যিনি মানুষের জন্য কাজ করবেন দল তাঁকে সবসময় গুরুত্ব দেবে। গতকাল রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বাংলার অসংখ্য যুবক-যুবতীদের তৃণমূল দলে যোগদান সম্পর্কে উচ্ছসিত হয়ে জানালেন, ” মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে বাংলার যুবক-যুবতীরা তৃণমূলে যোগ দিচ্ছেন। প্রত্যেককে স্বাগত জানাই। আমরা একসঙ্গে বাংলার উন্নয়নের জন্য কাজ করব।”

তৃণমূল দলে যোগদান করা নবাগত সদস্যদের জন্য গতকাল একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করতে দেখা গেল দলের তৃণমূল দলের পক্ষ থেকে। রাজ্যের করোনা পরিস্থিতিতে সরকার ঘোষিত সামাজিক দূরত্ব বিধি ও অন্যান্য স্বাস্থবিধি সম্পূর্ণ ভাবে মান্য করা হয়েছে শাসক দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!