এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আবারও ভবানীপুরের বিজেপি প্রার্থীর মিছিলে হামলা, অভিযোগের তীর তৃণমূলের দিকে

আবারও ভবানীপুরের বিজেপি প্রার্থীর মিছিলে হামলা, অভিযোগের তীর তৃণমূলের দিকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী 26 এপ্রিল কলকাতার সবথেকে হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুরে নির্বাচন হতে চলেছে। প্রত্যেকবারের ভবানীপুরের তৃণমূল প্রার্থী মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবছর নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়েছেন। আর ভবানীপুরের প্রার্থী হয়েছেন আরেক হেভিওয়েট তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। অন্যদিকে গেরুয়া শিবিরের পক্ষ থেকে ভবানীপুরের তারকা প্রার্থী রুদ্রনীল ঘোষ। কিন্তু এযাবতকালে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষের মিছিলে হামলা হচ্ছে বলে অভিযোগ উঠছে প্রায়শই। এবারের অভিযোগ, ভবানীপুরের 70 নম্বর ওয়ার্ডে যখন বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ মিছিল করছিলেন, তখন তাঁর মিছিলে হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন তিনি।

পাশাপাশি বিজেপি প্রার্থী দাবি করেছেন, ইট পাথর ছোড়া হয় তাঁর মিছিলে এবং পুরোটাই তৃণমূলের ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন তিনি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে রুদ্রনীল ঘোষের দিকেই পাল্টা অভিযোগের আঙুল তুলে সস্তা রাজনীতি করার দাবি জানিয়েছেন। কলকাতা শহরের ভবানীপুর এবারের হাইভোল্টেজ কেন্দ্র। সাম্প্রতিককালে রুদ্রনীল আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ তুলেছিলেন। তিনি দাবি করেছেন, চেতলা এলাকায় তাঁর এবং তাঁর অনুগামীদের ওপর হামলা হয় এবং সেই ঘটনা নিয়ে যে চাপানউতোর হয়েছিল তা সবার জানা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এদিন ভবানীপুরের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার সাথে সাথেই পুলিশ এলাকায় যায় এবং পরিস্থিতি শান্ত করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শোভনদেব চট্টোপাধ্যায় পাল্টা দাবি করেছেন রুদ্রনীল ঘোষ সস্তা জনপ্রিয়তা অর্জনের জন্য এ ধরনের অভিযোগ করেছেন। ভবানীপুরের তৃণমূল প্রার্থীর দাবি, যে ওয়ার্ডে রুদ্রনীল মিছিল করার কথা বলেছে সেই ওয়ার্ডে বিজেপির কোন সমর্থন নেই। সুতরাং কাদের নিয়ে রুদ্র মিছিল করছিলেন সে প্রশ্ন তুলেছেন তৃণমূল প্রার্থী এবং ভবানীপুরে রুদ্রনীল ঘোষের হার যে সম্ভাব্য তা এক বাক্যে মেনে নিচ্ছেন তৃণমূলের হেভিওয়েট নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। তবে রুদ্রনীল ঘোষ তাঁর প্রচারে খামতি রাখেননি বলে জানা যাচ্ছে।

কিছুদিন আগেই রুদ্রনীল ঘোষের হয়ে ভবানীপুরে প্রচার করতে এসেছিলেন স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমনকি তিনি ভবানীপুরের অলিতে গলিতে ঢুকে লিফলেট বিলিও করেছেন এবং তাই নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল রাজনৈতিক মহলে। আপাতত নজর এখন ষষ্ঠ দফার নির্বাচনে। আবার নতুন কিছু ঘটবে কিনা সেই নিয়েই আলোচনা তুঙ্গে। কারণ গত পাঁচটি নির্বাচনের প্রত্যেকটিতেই কিছু না কিছু হয়েছে। তবে সব থেকে বড় ঘটনা ঘটেছিল চতুর্থ দফায়। কেন্দ্রীয় বাহিনীর গুলির আঘাতে নিহত হয়েছিলেন শীতলকুচির চারজন ব্যক্তি। তাই নিয়ে এখনও রাজনৈতিক চাপানউতোর চলছে। অন্যদিকে মনে করা হচ্ছে, রুদ্রনীলের ওপর যে হামলা হয়েছে বলে জানা যাচ্ছে, তাই নিয়ে ষষ্ঠ দফায় ব্যাপক রাজনৈতিক চাপানউতর চলবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!