এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আবারও বিধানসভার শুনানিতে গরহাজির মুকুল রায়, ক্ষোভ প্রকাশ বিজেপির, বাড়ছে জল্পনা

আবারও বিধানসভার শুনানিতে গরহাজির মুকুল রায়, ক্ষোভ প্রকাশ বিজেপির, বাড়ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে আসতে পারেন। কার্যত সমস্ত অনুমান সত্যি করে মুকুল রায় তৃণমূলে চলে এসেছেন স্বপুত্র। কিন্তু এখনও তিনি খাতায়-কলমে বিজেপির কৃষ্ণনগরের বিধায়ক রয়েছেন। অন্যদিকে মুকুল রায় তৃণমূলে আসার পর থেকেই তাঁর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে গেরুয়া শিবির। কার্যত তাঁর বিরুদ্ধে দলবিরোধী আইন প্রয়োগ করার ব্যবস্থা নেয় বিজেপি। সেই অনুযায়ী ইতিমধ্যেই বিধানসভার স্পিকারের কাছে মামলা রুজু করা হয়েছে। আর সেই সূত্রেই এবার মুকুল রায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে শুনানিতে হাজির হওয়ার জন্য আরো একমাস সময় চাইলেন।

কিন্তু মুকুল রায়ের এই আবেদন এককথায় নস্যাৎ করে তাকে অবৈধ বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই নিয়ে তীব্র চাপানউতোর শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির মধ্যে। কার্যত মুকুল রায় কোন দলে? এবং তাঁর পিএসির মাথায় বসা কতটা যুক্তিযুক্ত তাই নিয়ে মামলা চলছে বিধানসভার অধ্যক্ষের ঘরে। এবং সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে দুটি শুনানিও হয়ে গিয়েছে। যার একটিতেও মুকুল রায় হাজির হননি। গত শুনানিতেই ঠিক হয়েছিল এই 17 ই আগস্ট শুনানি হবে। কিন্তু তার আগেই মুকুল রায় স্পিকারকে চিঠি লিখে জানিয়েছেন তিনি শারীরিকভাবে অসুস্থ, তাই তিনি স্পিকারের কাছে জবাবদিহি করতে আরো একমাস সময় চাইছেন।

17 ই আগস্ট অর্থাৎ আজ মঙ্গলবার স্পিকারের ঘরে শুনানিতে শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি বিধায়ককরা থাকলেও মুকুল রায় ছিলেন না। তবে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, মুকুল রায় যে চিঠি দিয়েছেন স্পিকারকে সেখানে তারিখ বা নিজের বয়স উল্লেখ করেননি। তাই সেই চিঠি অবৈধ। অন্যদিকে বিধানসভার বিধায়ক পদ খারিজ করার জন্য উঠে পড়ে লেগেছে গেরুয়া শিবির। অন্যদিকে ঠিক একইভাবে লোকসভায় তৃণমূলের দুই সাংসদের বিরুদ্ধে ইতিমধ্যেই স্পিকারের কাছে নালিশ জমা পড়েছে। তারমধ্যে বর্ধমান পূর্বের সুনীল মণ্ডল ইতিমধ্যেই স্পিকারকে জানিয়ে দিয়েছেন তিনি তৃণমূলে আছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কার্যত তা প্রমাণের জন্য কিছুদিন আগে ত্রিপুরায় হামলা নিয়ে সংসদে যে তৃণমূলের বিক্ষোভ হয়েছিল, সেখানে সুনীল মণ্ডলকে দেখা গিয়েছিল। আবার শিশির অধিকারীও লোকসভার স্পিকারকে চিঠি দিয়ে তিনি কোন দলের তা জানানোর জন্য কিছুটা সময় চেয়েছেন। এবার একই পথে দেখা গেল মুকুল রায়কেও হাঁটতে। অন্যদিকে মুকুল রায় আর শিশির অধিকারীর দৃষ্টিভঙ্গিকে মেলাতে নারাজ রাজনৈতিক মহলের অনেকেই। সম্প্রতি মুকুল রায়ের বিভিন্ন মন্তব্য নিয়ে জল্পনা তৈরি হয়েছে। কখনো তিনি জানিয়েছেন, তাঁকে তৃণমূলের হয়ে প্রশ্ন করলে তিনি তৃণমূলের মতন জবাব দেবেন। আবার যদি তাঁকে বিজেপির মত হয়ে প্রশ্ন করা হয় তাহলে তিনি বিজেপির মতন জবাব দেবেন।

পাশাপাশি কৃষ্ণনগরে উপনির্বাচনে বিজেপি জিতবে বলেও মন্তব্য করেন তিনি। একদিকে যেমন অনেকেই মনে করছেন মুকুল রায় অসুস্থ হয়ে পড়েছেন, আবার অনেকেই মনে করছেন মুকুল রায় পোড়খাওয়া রাজনীতিবিদ। ইচ্ছাকৃতভাবেই তিনি ধোঁয়াশা তৈরি করে রাখছেন বিভিন্ন ধরনের কথা বলে। সব মিলিয়ে পিএসি পদে মুকুল রায় চেয়ারম্যান হওয়ার যোগ্য কিনা তা নিয়ে গেরুয়া শিবিরের প্রশ্নের এখনো পর্যন্ত কোনো উত্তর এলোনা। একমাস পর মুকুল রায় নিজের পক্ষ অবলম্বন করে কি বক্তব্য রাখেন, এখন সেটাই দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!