এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ, অভিযোগ মহিলা অসম্মানের

আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ, অভিযোগ মহিলা অসম্মানের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্য বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ কে নিয়ে আবারও বিতর্ক শুরু হয়েছে। কার্যত তাঁকে নিয়ে আবারো অস্বস্তিতে বঙ্গ বিজেপি বিধানসভা নির্বাচনের পর থেকেই সৌমিত্র খাঁ কে নিয়ে একাধিক জল্পনা তৈরি হয়েছে। কিছুদিন আগেই সৌমিত্র খাঁকে দেখা গিয়েছে ফেসবুক লাইভ করে ক্ষোভ উগরে দিতে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। আবার সেই সৌমিত্র খাঁকেই দেখা গিয়েছে রাজ্য বিজেপি সভাপতির কাছে ক্ষমা চাইতে। এই অবস্থায় যুব মোর্চার অন্দরে ব্যাপক অন্তর্কলহ শুরু হয়েছে। কার্যত যুব মোর্চার রাজ্য কমিটির মহিলা সদস্যরা এবার একসাথে ক্ষোভ উগরে দিলেন সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে।

অভিযোগ উঠেছে তাঁদের ফোন করে রীতিমতো কাজ করতে না দেওয়ার হুমকি দিচ্ছেন সৌমিত্র খাঁ। এমনকি প্রকাশ্যে তাঁদের অসম্মান করছেন আর এই অভিযোগ নিয়ে ইতিমধ্যেই রাজ্যে বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে চিঠি দিয়েছেন যুব মোর্চার রাজ্য কমিটির মহিলা সদস্যরা। কার্যত যুব মোর্চার রাজ্য কমিটির মহিলা সদস্যদের অভিযোগ, রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ কার্যত একনায়ক তন্ত্র চালাচ্ছেন। এমনকি যুব মোর্চার অফিশিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ইচ্ছাকৃতভাবে মহিলা কার্যকর্তাদের সরিয়ে দিয়েছেন বলেও শোনা যাচ্ছে। এমনকি সৌমিত্র খাঁ ফোন করে হুমকি দিচ্ছেন বলে বিস্ফোরক অভিযোগ করেছেন যুব মোর্চার মহিলা কর্মীরা।

পাশাপাশি সৌমিত্র খাঁ সভাপতি থাকাকালীন দলের সহসভাপতির অস্বাভাবিক মৃত্যু নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। সব মিলিয়ে যুব মোর্চার অন্দরে এক দমবন্ধকর পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি মহিলা কার্যকর্তাদের। এমনকি সৌমিত্র খাঁ সস্তার প্রচার পাওয়ার জন্য দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়া ও সংবাদ-মাধ্যমে স্ক্রীনশট করে তুলে ধরছেন বলে নালিশ এসেছে। সূত্রের খবর যুব মোর্চার মহিলা কর্মীরা রাজ্য বিজেপির সভাপতির কাছে যুব মোর্চার বিষয়ে হস্তক্ষেপ করার আবেদন করেছেন। তা যদি না হয় তাহলে মহিলাদের সম্মান রক্ষার্থে তাঁরা আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুমতি চেয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এই চিঠিতে একাধিক বিজেপির যুব মহিলা কর্মকর্তার সই রয়েছে বলে জানা যাছে। প্রসঙ্গত, দুদিন আগেই মৌমিতা সাহা নামক এক নেত্রীকে রাজ্য সম্পাদক পদে নিয়োগ করেন সৌমিত্র খাঁ। তারপর বুধবার তাঁকে যুব মোর্চার অফিশিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করেন। আর সেই নতুন নাম্বার যোগ হতেই শুরু হয়েছে বিতর্ক। কার্যত যুব মোর্চা কর্মীদের একাংশ প্রশ্ন তুলেছেন, সংগঠনে সদ্য এসেছে, যার অভিজ্ঞতা নেই, এরকম কাউকে সরাসরি রাজ্য সম্পাদক কিভাবে করা হলো? কেন করা হলো? প্রসঙ্গত বিজেপিতে এভাবে কখনো সাংগঠনিক নিয়োগের ঘোষণা হয়না বলেই জানা যায়।

আর সেই প্রসঙ্গ তুলে এবার সৌমিত্র খাঁর বিরুদ্ধে দিলীপ ঘোষের কাছে ক্ষোভ উগড়ে দিলেন যুব মোর্চার রাজ্য কমিটির মহিলা সদস্যরা। স্বাভাবিকভাবেই এই ঘটনা তীব্র অস্বস্তির সৃষ্টি করেছে গেরুয়া শিবিরে। পাশাপাশি সৌমিত্র খাঁকে নিয়েও বিতর্ক মাথাচাড়া দিয়েছে আবার। যদিও এই নিয়ে এখনো পর্যন্ত সৌমিত্র খাঁ কিংবা দিলীপ ঘোষের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এখনই যদি এই পরিস্থিতি সামলানো না যায় তাহলে রাজ্য যুব মোর্চার অন্দরে কিন্তু অশান্তি আরও বৃহদাকারে ধরা পড়বে। আপাতত দেখার, রাজ্য বিজেপি নেতৃত্ব সৌমিত্র খাঁকে নিয়ে এবার কি সিদ্ধান্ত গ্রহণ করে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!