এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > আবারও বিতর্কিত মন্তব্য হেভিওয়েট বিজেপি সাংসদের, বিজেপির অন্দরে বাড়ছে চাপানউতোর

আবারও বিতর্কিত মন্তব্য হেভিওয়েট বিজেপি সাংসদের, বিজেপির অন্দরে বাড়ছে চাপানউতোর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিগত কয়েক দিনেই গেরুয়া শিবিরের একের পর এক নেতা অস্বস্তিজনক মন্তব্য করে চলেছেন। তার মধ্যে অন্যতম হলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। কিছুদিন আগেই এই সৌমিত্র খাঁ কার্যত ফেসবুক লাইভে দলের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে একের পর এক মন্তব্য করেন। যা নিয়ে গেরুয়া শিবিরের অন্দরে শুরু হয়ে গিয়েছিল ব্যাপক চাপানউতোর। সৌমিত্র খাঁ যুব মোর্চার সভাপতি থেকে ফেসবুকেই পদত্যাগ করেছেন বলে জানিয়েছিলেন। যদিও ঘণ্টাখানেকের মধ্যেই তিনি আবার পাল্টা পোস্ট দিয়ে জানিয়ে দেন পদত্যাগ করছেননা। কিন্তু এবার সেদিনের সুর আবার ফিরে এসেছে সৌমিত্র খাঁ এর গলায় বলেই মনে করা হচ্ছে।

সূত্রের খবর, রবিবার বিষ্ণুপুরে একটি সাংগঠনিক সভায় যোগ দিতে গিয়েছিলেন সেখানকার সাংসদ সৌমিত্র খাঁ। সেখানেই তিনি প্রশ্ন তোলেন, তিনি আর কতদিন যুব মোর্চার সভাপতি হিসেবে থাকবেন? যদিও গেরুয়া শিবিরে কান পাতলে শোনা যাচ্ছে, যুব মোর্চার সভাপতির পদ থেকে সৌমিত্র খাঁকে সরানো নিয়ে জোর তোড়জোড় শুরু হয়েছে দলের তরফ থেকেই। তারই মাঝে এবার সৌমিত্র খাঁ যে মন্তব্য করলেন, তা নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা। অন্যদিকে রবিবার বিষ্ণুপুর শহরে বিজেপির সাংগঠনিক সভায় যোগ দিতে এসে সৌমিত্র খাঁ মুখোমুখি হলেন সাংবাদিকদের। সাম্প্রতিককালে শুভেন্দু অধিকারী এবং সৌমিত্র খাঁ এর মধ্যে যে ব্যাপক দূরত্ব তৈরি হয়েছে, তা স্পষ্ট হয়েছিল কিছুদিন আগেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এই নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে সৌমিত্র খাঁ ব্যাপারটিকে পুরো হালকা করে বলেন, তাঁর কারোর উপরে কোন রাগ নেই। তবে রাজনীতিতে রাগ অভিমান চলতেই থাকে। এক্ষেত্রে সেটাকে রাজনীতি-কূটনীতি বলার পক্ষপাতী সৌমিত্র খাঁ। কিছুদিন আগেই আবার সম্প্রতি রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বেসুরো নেতাদের উদ্দেশ্যে মন্তব্য করতে গিয়ে উদাহরণ দিয়েছিলেন, এক গাছের ছাল অন্য গাছে লাগানো নিয়ে। এবার সেই প্রসঙ্গে বলতে গিয়ে সৌমিত্র খাঁ পাল্টা উদাহরণ দিলেন দুধ এবং জলের।

অন্যদিকে জানা গেছে, রবিবার বিষ্ণুপুরের সাংগঠনিক সভায় যোগ দিতে সৌমিত্র খাঁ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা সভাপতি সুজিত অবস্থি, এলাকার বিজেপির বিধায়কসহ অন্যান্যরা। এবং সাংগঠনিক সভা থেকেই তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিষ্ণুপুরের সাংসদ। সব মিলিয়ে যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ যে মন্তব্য করলেন, তা নিয়ে যে নতুন করে বিতর্ক তৈরি হল রাজনৈতিক মহলে, তা নিয়ে কোন সন্দেহ নেই বিশেষজ্ঞদের। এই পরিস্থিতিতে সৌমিত্র খাঁকে নিয়ে গেরুয়া শিবির কি সিদ্ধান্ত নেয়, সে দিকেই নজর সবার।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!