এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > আবারও বিজেপি কর্মীর মৃত্যু, অভিযোগের তীর তৃণমূলের দিকে- জল্পনা তুঙ্গে

আবারও বিজেপি কর্মীর মৃত্যু, অভিযোগের তীর তৃণমূলের দিকে- জল্পনা তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এ রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে- এই নিয়ে বহুদিন থেকেই অভিযোগ জানিয়ে আসছে গেরুয়া শিবির। আর বাংলার ভোটের মুখে বিজেপি তাঁদের এই অভিযোগকে আরও বেশি মান্যতা দিচ্ছে বিভিন্ন ঘটনা প্রসঙ্গে। 2021 এর বিধানসভা নির্বাচন দরজায় কড়া নাড়ছে। 

আর এই অবস্থায় রাজ্যজুড়ে রাজনৈতিক হানাহানির ঘটনা বেড়ে চলেছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। তবে নির্বাচন কমিশন এখন রাজ্যের আইনশৃঙ্খলার দায়িত্বে। কিন্তু কমিশনের কড়া নির্দেশ সত্ত্বেও দিনহাটায় আবারও এক বিজেপি কর্মীর রহস্য মৃত্যু। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে তীব্র উত্তেজনা।

ইতিমধ্যেই এই ঘটনাকে ঘিরে দোষারোপের রাজনীতি শুরু হয়ে গিয়েছে। জানা গেছে, বুধবার সকালে দিনহাটা শহর মণ্ডলের বিজেপি সভাপতি অমিত সরকারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। ব্যাপক ক্ষোভে ফেটে পড়েছে গেরুয়া শিবিরের কর্মীরা। তাঁরা বিজেপি কর্মীর দেহ আগলে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে। গেরুয়া শিবিরের অভিযোগ এই ঘটনার পেছনে তৃণমূলের হাত রয়েছে। 

বুধবার সকালে দিনহাটা শহর মন্ডলের সভাপতি অমিত সরকারের ঝুলন্ত দেহ দেখতে পান প্রাতঃভ্রমণকারীরা। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। গেরুয়া শিবিরের কর্মীরা ছুটে আসে এলাকায় এবং এলাকাজুড়ে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভের প্রকাশ দেখা যায়। পুলিশ এসে দেহ নামাতে গেলে তাঁদেরকে বাধা দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে বলে জানা গেছে। পরে অবশ্য দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

 অন্যদিকে তৃণমূলের দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এই বিজেপি নেতা খুন হয়েছে। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোন হাত নেই। আর এই ঘটনার পরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। বিজেপির অন্যতম নেতা অমিত মালব্য এই ঘটনা প্রসঙ্গে টুইটে দাবি করেছেন, 130 জন বিজেপি কর্মী খুন হয়েছে তৃণমূলের হাতে। অন্যদিকে এই ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা অশোক মন্ডল জানিয়েছেন, গতকাল একটি নির্বাচনী সভা ছিল এলাকায়। তারপরে তাঁদের নেতা অমিত সরকারকে খুন করা হয়েছে। একই সাথে তিনি বলেছেন, এই কাজের পেছনে তৃণমূল দায়ী।

জবাবে তৃণমূলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায় দাবি করেছেন, কোন তৃণমূল নেতাকে খুন করতে কি দেখা গিয়েছে? যদি না দেখা যায়, তাহলে এগুলো বলে কোন লাভ নেই। বরং কমিশনের হাতে বর্তমানে রাজ্যের আইন শৃঙ্খলা, তাই তারাই পুরো ব্যাপারটি তদন্ত করে দেখুক। সব মিলিয়ে প্রথম দফার নির্বাচন শুরু হতেই যখন আর হাতে সময় নেই, ঠিক সেসময় দিনহাটার বিজেপি কর্মীর মৃত্যু বিতর্ক বাড়াচ্ছে। পাশাপাশি এটি খুন না অন্যকিছু তার জন্য ময়না তদন্তের দিকে নজর থাকবে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!