এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আবারও বিজেপিকে নেতৃত্ব দিতে ময়দানে কৈলাশ বিজয়বর্গীয়, জল্পনা তুঙ্গে

আবারও বিজেপিকে নেতৃত্ব দিতে ময়দানে কৈলাশ বিজয়বর্গীয়, জল্পনা তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘদিন পর রাজ্যে আবার স্ব ভূমিকায় ধরা দিলেন রাজ্যের বিজেপি পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। উল্লেখ্য মুকুল রায় যখন গেরুয়া শিবির ছাড়েন, তখন তাঁর ঘনিষ্ঠ হিসেবে কৈলাস বিজয়বর্গীয়র উপর যথেষ্ট ক্ষোভ বর্ষণ করেছে দলের অন্যান্যরা। এমনকি কলকাতার বুকে কৈলাস বিজয়বর্গীয়কে তীব্র কটাক্ষ করে কাট আউটও দেখা গিয়েছে বিভিন্ন জায়গায়। দীর্ঘ সময় পর কৈলাস বিজয়বর্গীয় শুক্রবার দলের রাজ্য পদাধিকারী, বিধায়ক এবং সাংসদদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন। এতদিন পর্যন্ত একবারও রাজ্যে সশরীরে দেখা যায়নি কৈলাস বিজয়বর্গীয়কে।

তবে কিছুদিন আগে তাঁকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ভার্চুয়ালি বক্তৃতায় দেখা যায়। কিন্তু তিনি বক্তৃতা দেননি সেদিন। অন্যদিকে শুক্রবার বিজেপির ভার্চুয়াল বৈঠকে যাবার পর হঠাৎ করেই বিজেপি নেতারা কৈলাস বিজয়বর্গীয়কে দেখতে পান। কার্যত বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরের পরাজয়ের পেছনে দলের অনেকেই কৈলাস বিজয়বর্গীয়র ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তবে দলের সাংগঠনিক বৈঠকে সরাসরি এ নিয়ে কৈলাস বিজয়বর্গীয়কে প্রশ্ন করার সাহস কেউ পাননি বলেই মনে করা হচ্ছে। জানা যাচ্ছে, এ দিনের বৈঠকে কৈলাস বিজয়বর্গীয় গুরু পূর্ণিমা উপলক্ষে সমাজের বিশিষ্ট জনদের সম্মান জানানোর নির্দেশ দিয়েছেন দলকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একইসঙ্গে নির্দেশ দিয়েছেন রাজ্যজুড়ে কেন্দ্রীয় বিজেপি সরকারের প্রচার চালাতে। সেক্ষেত্রে বঙ্গ বিজেপি নেতাদের হাতিয়ার হয়ে উঠবে করোনার টিকা এবং রেশনের খাদ্য সামগ্রী সরবরাহের ক্ষেত্রে কিভাবে কেন্দ্রীয় সরকার রাজ্যের মানুষের কথা ভাবছে। এই প্রচার রাজ্যের বুথ স্তর পর্যন্ত চালাতে হবে বলে শুক্রবার কৈলাস জানিয়েছেন। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, নতুন 4 কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক, জণ বারলা, সুভাষ সরকার এবং শান্তনু ঠাকুর আগামী 17 থেকে 19 আগস্ট পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় সফর করবেন। সেই সফরকালে তাঁদেরকে সংবর্ধনা দেওয়ার কথাও বলেন তিনি।

অন্যদিকে এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেমন এই বৈঠকে অংশগ্রহণ করেননি, ঠিক তেমনি প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় এবং রাজ্য বিজেপির ভারপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা শিবপ্রকাশ বৈঠকে ছিলেন না। তবে সূত্রের খবর, কৈলাস বিজয়বর্গীয় জানিয়েছেন শিবপ্রকাশ বর্তমানে অসুস্থ হয়ে রয়েছেন। সব মিলিয়ে রাজ্যে নতুন করে বিজেপি হাওয়া শুরু করার জন্য কৈলাস বিজয়বর্গীয় আবার ময়দানে নেমে পড়লেন। সামনে বেশ কয়েকটি নির্বাচন রয়েছে। যেখানে তৃণমূলের সঙ্গে বিজেপি লড়াই করবে। আর সেই লড়াইতে যাতে তৃণমূলকে যোগ্য জবাব দেওয়া যায় সেটাই এখন লক্ষ্য বিজেপির। আর সেই সূত্রে দেখার, কৈলাস বিজয়বর্গীয় এবার বঙ্গ বিজেপিকে কতটা সাফল্যের মুখ দেখাতে পারেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!