এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আবারও বিজেপিতে বড়সড় ভাঙন ধরিয়ে তৃণমূলে যোগদান শতাধিকের, তীব্র অস্বস্তি গেরুয়া শিবিরে

আবারও বিজেপিতে বড়সড় ভাঙন ধরিয়ে তৃণমূলে যোগদান শতাধিকের, তীব্র অস্বস্তি গেরুয়া শিবিরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর থেকেই রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় গেরুয়া শিবিরের ভাঙনের কথা সামনে আসছে। ভোটের আগে যেরকম দলবদল এর ছবি দেখা গিয়েছিল, ঠিক সেরকমই এবার ভোটের পরে দলবদল দেখা যাচ্ছে। শুধু দলবদলের অভিমুখ পাল্টে গেছে। সম্প্রতি পূর্ব বর্ধমানের কালনায় রবিবার দু’জায়গায় গেরুয়া শিবির থেকে এক ঝাঁক নেতা-নেত্রী, কর্মী, সমর্থক তৃণমূলে যোগ দিলেন বলে শোনা যাচ্ছে। আর এই নিয়েই তীব্র অস্বস্তি গেরুয়া শিবিরে। সূত্রের খবর, পূর্ব বর্ধমানের কালনায় রবিবার তৃণমূলের দুটি অনুষ্ঠানে শতাধিক বিজেপি কর্মী সমর্থক তৃণমূলে যোগ দিয়েছেন।

কালনা ২ ব্লকের সিঙ্গেরকোনে তৃণমূলের দলীয় কার্যালয়ে একটি কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেখানে বিজেপির একাধিক কর্মী সমর্থক তৃণমূলে যোগ দিলেন। তাঁদের প্রত্যেকের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন তৃণমূলের রাজ্য মুখপাত্র তথা জেলা পরিষদের সহ-সভাধিপতি দেবু‌ টুডু। বিজেপি কর্মীদের তৃণমূলে স্বাগত জানিয়ে তিনি জানান, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে বিজেপি থেকে শতাধিক কর্মী সমর্থক তৃণমূলে আসার আবেদন জানিয়েছিলেন। তাঁদের হাতেই দলীয় পতাকা তুলে দেওয়া হয়েছে। অন্যদিকে জানা যাচ্ছে, এদিন উল্লেখযোগ্যভাবে বিজেপির স্থানীয় মহিলা মোর্চার নেত্রী ছন্দা কর্মকার এবং বিজেপি নেতা কৌশিক দাসগুপ্ত তৃণমূলে যোগ দিয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূলে যোগদান করার পর বিজেপি মহিলা মোর্চার নেত্রী ছন্দা কর্মকার বিজেপির প্রতি একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে জানিয়েছেন, বিজেপি শিবিরে কোন ভালো মানুষ থাকতে পারেনা। শান্ত বাংলাকে প্রতিনিয়ত তাঁরা অশান্ত করছে মিথ্যার আশ্রয় নিয়ে। তাই তৃণমূলের উন্নয়ন যজ্ঞে তাঁরা যোগ দিলেন। কালনাতেই তৃণমূলের পক্ষ থেকে আরেকটি অনুষ্ঠান করা হয়েছিল নতুন বাসস্ট্যান্ডে। সেখানে আইএনটিটিইউসি কার্যকরী সভাপতি অঞ্জন চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন। তাঁর উপস্থিতিতে প্রায় 100 অটোচালক তৃণমূলে যোগদান করেন। তাঁদের প্রত্যেকের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

খুব স্বাভাবিকভাবেই কালনায় এত বৃহৎ দলীয় ভাঙনে বড়সড় প্রশ্নের মুখে স্থানীয় বিজেপি সংগঠন। আর মনে করা হচ্ছে, সেই অস্বস্তি ঢাকতেই কালনার বিজেপি নেতা সুশান্ত পান্ডে জানিয়েছেন, বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়ার কোনো খবর নেই। এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে বিজেপির সমর্থক ভাঙানোর চেষ্টা চালাচ্ছে তৃণমূল। কার্যত এই জোড়া দলবদল যদি সত্যি হয় তাহলে মানতেই হবে কালনা অঞ্চলে গেরুয়া সংগঠন ভেঙ্গে পড়ছে বলে দাবী ওয়াকিবহাল মহলের। এই পরিস্থিতিতে বিজেপি এবার কি পদক্ষেপ গ্রহণ করে? সেটাই দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!