এখন পড়ছেন
হোম > অন্যান্য > আবহাওয়া > আবারও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা, জানিয়ে দিল আবহাওয়া দফতর

আবারও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা, জানিয়ে দিল আবহাওয়া দফতর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিনের জন্য একঘেয়ে বৃষ্টির হাত থেকে একটু রেহাই পাওয়া গিয়েছিল ঠিকই, কিন্তু আবারও বৃষ্টির ভ্রুকুটি রাজ্যজুড়ে। বিভিন্ন জায়গায় বজ্রগর্ভ সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানালেন আবহাওয়া দপ্তরের আধিকারিকরা। বিগত কয়েক দিন যাবত এত প্রবল বৃষ্টিপাত হয়েছে যাতে হয়রানি বেড়েছে সাধারণ মানুষের। সেই হয়রানি আবারও কয়েকগুণ বেড়ে যাবে বলেই মনে করা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে।

ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে, দক্ষিণবঙ্গে তো বৃষ্টি হবেই, কিন্তু এবার দক্ষিণবঙ্গের সঙ্গে তাল মিলিয়ে উত্তরবঙ্গও ভাসতে চলেছে। উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে। অন্যদিকে রাজ্যের বিভিন্ন জায়গায় আজ থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা কথা বলা হয়েছে। দক্ষিণবঙ্গে যেমন কলকাতা, হাওড়া, হুগলি, দুই 24 পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, নদিয়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা বলছে আবহাওয়া দপ্তর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি উত্তরবঙ্গে কুচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। একইসাথে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হওয়ার দরুণ  বাজ পড়ার প্রবল সম্ভাবনা থাকছে। সেক্ষেত্রে সাধারণ মানুষকে সাবধান থাকার কথা বলা হয়েছে। তবে, গরমও ভালোই টের পাওয়া যাচ্ছে এই বৃষ্টিতে। এ যাবতকালে ব্যাপক বৃষ্টির ফলে সাময়িক গরম কিছুটা কমলেও আবার পারদের উর্দ্ধগতি অস্বস্তি বাড়াচ্ছে সাধারণ মানুষের। সেক্ষেত্রে বলা হচ্ছে, বাতাসে আপেক্ষিক আদ্রতা বেশি থাকার জন্য অস্বস্তি বেড়েছে।

অন্যদিকে আজকে সারাদিন কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চল মেঘলা থাকবে বলে জানা গিয়েছে। তবে তাপমাত্রা 1° কম থাকার সম্ভাবনা। প্রসঙ্গত জানা গিয়েছে, রাজস্থান থেকে নাগাল্যান্ড পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত হয়েছিল যার জেরে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়েছে এবং এখান থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা জারি হয়েছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে। আপাতত নতুন করে আবার বৃষ্টি রাজ্যের মানুষকে চরম হয়রানির মুখে ফেলতে চলেছে বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি বজ্রপাতের আতঙ্ক আবারও তৈরী হয়েছে। তবে এই বৃষ্টি দীর্ঘায়িত হবেনা বলেই দাবি আবহাওয়া দপ্তরের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!