এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আবারও বড়সড় দলবদল বিজেপি থেকে তৃণমূলে, ক্রমশ কি সংগঠন ভাঙছে বিজেপির?

আবারও বড়সড় দলবদল বিজেপি থেকে তৃণমূলে, ক্রমশ কি সংগঠন ভাঙছে বিজেপির?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয়ের সাথে সাথেই শুরু হয়ে গেছে গেরুয়া শিবিরে ভাঙনের ঝড়। কার্যত একের পর এক জেলা থেকেই ভাঙনের খবর সামনে আসছে। কার্যত দলের এই ব্যাপক ভাঙন ক্রমশ গেরুয়া শিবিরের চিন্তার ভাঁজ চওড়া করছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। প্রসঙ্গত, আরও একবার ব্যাপক দলবদল দেখা গেল মুর্শিদাবাদে। একটা সময় ভোটের আগে দেখা গিয়েছিল তৃণমূল থেকে বিজেপিতে দলে দলে লোক গিয়ে ভিড় করেছেন।

আর এবার ভোট মেটার পর রাজ্যের ক্ষমতায় এসেছে তৃণমূল সরকার। তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছেন মমতা ব্যানার্জ্জী। আর তারপরেই বিজেপি ছেড়ে তৃণমূলের পথে পা বাড়িয়েছেন অনেকেই। শনিবার মুর্শিদাবাদে অন্তত আড়াইশো জন বিজেপি নেতা কর্মী বিজেপি ছেড়ে যোগ দিয়েছেন তৃণমূলে। দলবদলকারীদের মধ্যে স্থানীয় উল্লেখযোগ্য নেতারা আছেন বলে জানা যাচ্ছে। যাদের মধ্যে রয়েছেন শিমুলিয়া গ্রাম পঞ্চায়েতের সভাপতি, কর্মী-সমর্থক, বিজেপি বুথ সভাপতি, মন্ডলী সদস্য ও বুথ লেভেল এজেন্টরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রত্যেকেই তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করেছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে তৃণমূলে যোগদান করার পর বিজেপির মন্ডল সদস্য জানিয়েছেন, বিজেপিতে থেকে তাঁরা কাজ করার কোন সুযোগ পাচ্ছেন না। তাই তৃণমূল নেত্রীর উন্নয়নের অংশ হতে তাঁরা বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছেন। কার্যত বিশেষজ্ঞরা মনে করছেন, এভাবে দলবদল গেরুয়া শিবিরের সংগঠন ক্রমশ শেষ করে দিচ্ছে।

নিচুতলায় যেভাবে দিনের পর দিন দলবদল হচ্ছে, তাতে এক কথায় বলে দেওয়া যায় বিজেপির সংগঠন ভাঙনের মুখে। আপাতত এই দলীয় ভাঙন ঠেকাতে বিজেপি কি পদক্ষেপ গ্রহণ করে, সেটাই দেখার। পাশাপাশি এই বিপুল বিজেপি কর্মী তৃণমূলে আসায় তৃণমূলের যে সাংগঠনিক শক্তি বৃদ্ধি পেল মুর্শিদাবাদের মাটিতে তা নিঃসন্দেহে বলা যায়। সামনেই আসছে উপনির্বাচন। তার আগে এই দলবদল তৃণমূলকে অতিরিক্ত অক্সিজেনের যোগান দেবে বলেই মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!