এখন পড়ছেন
হোম > জাতীয় > আবারও দেশের সামনে ম্যাজিক চালালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিনামূল্যে রেশন ও ভ্যাকসিনের ঘোষণা

আবারও দেশের সামনে ম্যাজিক চালালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিনামূল্যে রেশন ও ভ্যাকসিনের ঘোষণা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – অভিযোগ উঠেছিল, দ্বিতীয় বার করোনার ঢেউ সামাল দিতে নাস্তানাবুদ হচ্ছে কেন্দ্রীয় সরকার। বিভিন্ন সময় সামনে এসেছে অক্সিজেনের অভাব, হাসপাতালের বেডের অভাব, ওষুধের অভাব, প্রতিষেধকের অভাব সংক্রান্ত বিভিন্ন সমস্যা। পরবর্তীতে অবশ্য বিভিন্ন রাজ্য লকডাউন শুরু করে করোনা সামাল দিতে এবং পরিস্থিতি ধীরে ধীরে আয়ত্তে আসে। বর্তমানে করোনা সংক্রমণ কিছুটা নিম্নমুখী। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্দেশ্যে ভাষণে আবারও ম্যাজিক চালালেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

গত বছর করোনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে 6 মাস বিনামূল্যে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। করোনার দ্বিতীয় কেউ যখন দেশজুড়ে আছড়ে পড়ে, তখনও মে এবং জুন মাসে বিনামূল্যে রেশন দেওয়া চলছিল কেন্দ্রীয় সরকারের গরীব কল্যাণ যোজনায়। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করলেন, দেশজুড়ে আগামী নভেম্বর পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়া হবে। দেশের 80 কোটি মানুষ এই পরিপ্রেক্ষিতে বিনামূল্যে রেশন পাবেন বলে মনে করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

খুব স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মেয়াদ বাড়ানোয় দেশের নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষ অত্যন্ত উপকৃত হবেন বলে দাবি করা হচ্ছে। একইসাথে ভ্যাকসিন নিয়েও প্রধানমন্ত্রী এদিন বড়োসড়ো ঘোষণা করলেন। বিশেষজ্ঞদের পক্ষ থেকে আগেই বলা হয়েছিল, করোনাকে সামাল দিতে গেলে প্রতিষেধক 100% হওয়া প্রয়োজন। আর সেই দিকেই ইঙ্গিত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিলেন, বিনামূল্যে প্রতিষেধক দেওয়া হবে।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, সামনে আসছে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। যা এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের কাছে বড়োসড়ো চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে। 2024 সালের লোকসভা নির্বাচনের আগে উত্তরপ্রদেশের ভোট এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিনামূল্যের রেশন এবং বিনামূল্যে ভ্যাকসিন ঘোষণা করে দেশের মানুষের কাছে কেন্দ্রীয় সরকারের জনদরদী ভাবমূর্তি তুলে ধরলেন, যা আগামী দিনের নির্বাচনে গেরুয়া শিবিরের সহায়ক হতে পারে বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!